পায়েল সরকার অভিনীত ছবি একটি তারা। দেখা যাবে ওয়েবই

পায়েল সরকার অভিনীত ছবি একটি তারা। দেখা যাবে ওয়েবই

নিউজ ডেস্কঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী।ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ।রয়েছে সিনে তারকারাও। তবে একাধিক সিনে তারকা দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে। একাধিক সামাজিক কাজকর্মের পাশাপাশি একাধিক সামাজিক বিধিনিষেধ মেনে চলতে বলছেন তারা। তারাও ঘরের মধ্যেই দিন কাটাচ্ছে। তবে এবার তারাই ঘরে বসেই বানালেন নতুন শর্ট ফিল্ম।

এ এক একাকীত্বের গল্প। সময় টা বর্তমান থেকে এগিয়ে গিয়ে এমন এক সময়ে, যখন পৃথিবীর অধিকাংশ মানুষ মৃত। আমাদের সমস্ত মৃত যান্ত্রিক জীবনে এক নায়িকার গল্প। ফেসবুকে হঠাৎ এক অজ্ঞাত মুখোশধারী মানুষের সঙ্গে কথা হয় নায়িকার। কিন্তু, সেই মুখোশ কিছুতেই খোলে না অজ্ঞাত ব্যক্তি। গল্পের নায়িকা বার বার অনুরোধ করাতে সে জানায় নায়িকা তার পূর্বপরিচিত।  আর পৃথিবীতে সে আর নায়িকা ছাড়া কেউ খুব একটা বেঁচে নেই। বিস্তর অনুরোধের পরে কি সেই ব্যক্তি মুখোশ খোলে?  নাকি, গোটাটাই নায়িকার স্বপ্ন?

শিলাদিত্যর ‘একটি তারা’-এ অভিনয় করেছেন পায়েল সরকার এবং অভিনেতা শুভ্র এস. দাস, যাঁকে দর্শক দেখেছেন রঞ্জন ঘোষের ‘আহারে’তে । এখানে পায়েল সরকারের চরিত্রটি তাঁর নিজেরই, অর্থাৎ তিনি নায়িকা পায়েল সরকার। একজন  তারকা ও তাঁর ফ্যানের টেলিফোনিক কথোপকথন হয় ভিডিয়োকলের মাধ্যমে । কেননা কোরোনায় পৃথিবীর মানবজাতি ধ্বংস হয়েছে, বেঁচে আছে কেবল এই দু’জন । মানুষ হিসেবে এঁদের কাছে একে অন্যের সঙ্গে কথা বলা ছাড়া আর কোনও উপায় নেই ।

“মানুষ দীর্ঘ সময় একা থাকলে  তার মধ্যে মানসিকভাবে অনেক পরিবর্তন আসে । এখন  আমরা গৃহবন্দী , করোনার প্রকপে।   নাহলে কিন্তু এটা কোনওদিন উপলব্ধি করতাম  না । পৃথিবীটা হঠাৎ করে ছোটো হয়ে গেছে, অনেক রকম মানসিক বিকৃতি হতে পারে।  আমরা সেই প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়তে পারি কিনা , সেই উত্তর অনুসন্ধান করছি । আরও একটি বিষয় অনেক কিছুই তার মূল্য হারিয়েছে আমাদের কাছে। সে গুলোর মূল্য এখন বেড়ে গেছে । হারিয়ে যাওয়া বন্ধুকে মনে পড়ে আজ । মনুষ্যত্বের গুরুত্ব আজ আবার  বেড়ে গেছে।” বক্তব্য পরিচালকে শিলাদিত্য মৌলিকের।

অভিনয়ে – পায়েল সরকার, শুভ্র এস দাস (‘আহারে’  খ্যাত )

পরিচালনা শিলাদিত্য মৌলিক

সম্পাদক সংলাপ ভৌমিক

আবহ রণজয় ভট্টাচার্য

প্রযোজনা  টিভিওয়ালা মিডিয়া

দেখুন *একটি তারা*- *দ্য লোনলি স্টার

কেবল মাত্র *টিভিওয়ালা মিডিয়া*- র ফেসবুক আর ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *