May 2020

চীন ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে রাফালে। কি আছে এই বিধ্বংসী বিমানে! দেখুন ভিডিও

পুলওয়ামা থেকে শুরু করে অভিনন্দন ভার্থমানকে ভারতের হাতে তুলে দেওয়া নিয়ে পাকিস্তানের সাথে যে যুদ্ধকালীন পরিস্থিতি ভারতের দরবারে উপস্থিত হয়েছিল তাতে দেশবাসির নজর ছিল ভারতের ডিফেন্স বাহিনীর দিকে। সমতল থেকে আকাশ পথ। গোটা পরিস্থিতির উপর নজর ছিল গোটা ভারতবর্ষ থেকে শুরু করে পুরো বিশ্বের। তবে তার মধ্যে একটা কথা না বললেই নয় যে ভারতের হাতে যদি রাফালের মতো মাল্টি রোল এয়ার ক্র্যাফট থাকতো তাহলে পাকিস্তানের মনে আরও বেশি ভয় ঢোকাতে

আমের আঁটিতেও রয়েছে উপকার। কি উপকার করে আমের আঁটি!

নিউজ ডেস্কঃ আমপাতা। হিন্দু একাধিক পূজা থেকে শুরু করে একাধিক শুভ কাজে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু কখনও ভেবে দেখেছেন যে এই আমপাতাকেই কেন শুভ কাজে কেন ব্যবহার করা হয়ে থাকে? কি এমন আছে এই পাতায়? ১) আগুনে পুড়ে গেলে আম পাতা বাটার প্রলেপ লাগালে উপকার পাওয়া যাবে। ২) আম গাছের ছাল বেটে ( ২ চা চামচ) ৪৫০ গ্রাম জলে সেদ্ধ করে যখন জল শুকিয়ে ১০০ গ্রাম থাকবে তখন তা

বিশ্বকবিকে নিয়ে অভিনব প্রয়াস  The vns music র

নিউজ ডেস্কঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাঙালির নয়, ছিলেন সারা বিশ্বের। সারা পৃথিবী তাঁর প্রশংসায় পঞ্চমুখ। তাঁর একাধিক কাজ নিয়ে আজ দেশ বিদেশে চলছে রিসার্চ। কবিগুরুকে নিয়ে এক অভিনব প্রয়াস VNS Music এর। কবিগুরুর জন্মদিবস উপলক্ষে দেশ বিদেশের একাধিক শিল্পি সমন্বয়ে তারা সোশ্যাল মিডিয়াতে লাইভে আসেন। উপস্থিত ছিল দেবজিত দত্ত, মিকা সাসাকি(জাপান), রঙ্গন চট্টোপাধ্যায়, অনুক্তা ঘোষাল, স্বরলিপি দাসগুপ্ত র মতো বিশিষ্ট মানুষজন। এছাড়াও এখানে নতুন ট্যালেন্টের জন্য প্ল্যাটফর্ম দেওয়া

ডায়াবেটিসের ফলে আপনার চোখ কতোটা ক্ষতিগ্রস্ত হতে পারে জানা আছে!

নিজস্ব প্রতিনিধিঃ ডায়াবেটিস বা মধুমেহ আজকাল ঘরে ঘরে দেখা যায়। এই রোগে আক্রান্ত রুগি প্রায় ঘরেই আছে। অতিরিক্ত দুশ্চিন্তা, অতিরিক্ত খাওয়া দাওয়া এবং ঠিকমতো জীবনযাত্রা না করার ফলেই বেশিরভাগ মানুষ এই রোগে আক্রান্ত হয়ে থাকেন। তবে অনেকেরই জানানেই যে ডায়াবেটিসের কারনে মানুষের চোখ ভীষণ পরিমানে ক্ষতিগ্রস্থ হয়ে থাকে। দিশা আই হসপিটালের ডক্টর সপ্তর্ষি মজুমদারের মতে ছানি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং গ্লুকোমা এমন কয়েকটি চোখের রোগ যা ডায়াবেটিক ব্যক্তিকে আক্রান্ত করতে পারে।

ঢাকা এবং কলকাতার সিনে শ্রমিকদের কথা ভেবে নতুন ছবি মিথিলা এবং বিক্রমের

নিউজ ডেস্কঃ কলকাতার প্রোডাকশন হাউসের উদ্যোগে এক নতুন প্রয়াস পরিচালক শাহরিয়ার পলকের। তিনি জানান যে  ‘’ ‘টিভিওয়ালা মিডিয়ার’ কর্নধার অমিত গাঙ্গুলি , সবসময়েই আমার ভালো বন্ধু। উনি লকডাউন সিচ্যুয়েশনে হঠাত করেই বললেন বাড়িতে বসে কিছু একটা বানাও । যেটা বানাবে সেটা দু বাংলার এই কারেন্ট সিচুয়েশন কে তুলে ধরবে। আর এভাবে এটা নিয়ে ভাবতে ভাবতেই অমিত দাদা নিয়েই খুজে বের করলেন রাইটার অভ্র চক্রবর্তিকে। তার ছোট গল্প ‘’ দূরে থাকা

বলি ডিভা কাঙ্গানার এই ছবি গুলি দেখেছেন!

ওয়েব ডেস্কঃ কঙ্গনা রানাওয়াত এমন একজন অভিনেত্রী যিনি নিজেই নিজেকে  বলিউড চলচ্চিত্রে অন্যতম একটি জায়গায় অধিষ্ঠিত করেছেন । তিনি মোট ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার  লাভ করেছেন। এর মধ্যে ২ বার সেরা অভিনেত্রী হিসেবে ও একবার সেরা সহ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরষ্কার পান । এছাড়াও তিনি ৩টি বিভাগে ফিল্মফেয়ার জিতেছেন। কঙ্গনা মিডিয়াতে তার সৎ মতামত প্রকাশের জন্য জনসাধারণের কাছে বিশেষভাবে সুপরিচিত এবং নিজেকে অন্যতম একজন ভারতীয় সেলিব্রেটি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

দেবের গার্লফ্রেন্ড রুক্মিনির এই ছবি গুলি দেখেছেন!

ফিল্ম ডেস্কঃ মডেল জগত থেকে উঠে এসে সিনেমা করেছেন এমন নাম বহু আছে আজকের দিনে। বিশেষ করে আবার ওয়েব সিরিজের ক্ষেত্রে। কারন ওয়েব প্ল্যাটফর্ম আসার পর সিনেমা জগতের পরিধি অনেকটা বড় হয়েছে। রুক্মিনি মিত্র। বাংলা চলচ্চিত্র জগতের এখন অন্যতম সেরা নাম। শুরুটা হয়েছিল ১৩ বছর বয়সে। মাত্র ১৩ বছর বয়স থেকে মডেলিং ক্যারিয়ার শুরু করেন এই নায়িকা এখন বাংলা চলচ্চিত্র জগতকে বেশ কয়েকটি হিট ছবি ইতিমধ্যেই দিয়েছেন। মডেলিং ক্যারিয়ারে আই

২০১০ সালে এই ম্যাক্সিকান অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন ঋত্বিক। দেখুন তার ফটোগ্যালারি

ফিল্ম ডেস্কঃ কিছুদিন আগেই ঋত্বিক এবং কাঙ্গানা রানাউতের সম্পর্ক নিয়ে বেশ জল ঘোলা হয়েছিল বলি মহলে। গণমাধ্যম থেকে শুরু করে সংবাদমাধ্যমে একাধিক ছবি ভিডিও ভাইরাল হয় সেই সময়। এবং একাধিক সাক্ষাৎকারে কাঙ্গানা ঋত্বিকের দিকে অভিযোগের আঙুল তোলে। এবং এই নিয়ে এতটাই বাড়াবাড়ি হয় যে ঋত্বিকের প্রাক্তন স্ত্রি সুশানকে এর মধ্যে এন্ট্রি নিতে হয়। তারপরেই আস্তে আস্তে সব ঠাণ্ডা হয়। তবে এতো গেল কিছুদিন আগের কথা। View this post on Instagram

বলি হার্টথ্রব মাধুরী দিক্সিতের ফটোগ্যালারি

ওয়েব ডেস্কঃ মাধুরী দীক্ষিত হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব। অনেক সময় তাকে বলিউডের সেরা অভিনেত্রীদের একজন হিসেবে গণ্য করা হয়।অভিনয় জীবনে তিনি ছয়টি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরষ্কার অর্জন করেছেন। অভিনয়ের পাশাপাশি তার সহজাত সৌন্দর্যচর্চা এবং নৃত্যকলায় সমান দক্ষতা প্রদর্শন করেন। হিন্দি চলচ্চিত্রে অনবদ্য ভূমিকার জন্য তাকে ২০০৮ সালে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়। View this post on Instagram This #InternationalDanceDay, join me for

সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন বলিডিভা আমিশা প্যাটেল । রইল ফটোগ্যালারি

অমীশা প্যাটেল (জন্মঃ ৯ জুন ১৯৭৫) হচ্ছেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি অল্প কিছু তেলুগু এবং তামিল চলচ্চিত্রেও অভিনয় করেছেন। অমীশা ২০০০ সালের হিন্দি চলচ্চিত্র কহো না পেয়ার হ্যায় দ্বারা সিনেমা জগতে পরিচিতি লাভ করেছিলেন, চলচ্চিত্রটিতে তার সহ-শিল্পী ছিলেন ঋত্বিক রোশন এবং এটি ভালো ব্যবসাসফল হয়েছিলো এবং এটিই ছিলো অমীশা অভিনীত প্রথম চলচ্চিত্র। View this post on Instagram Gym time 🧿🧿🧿 A post shared by Ameesha Patel (@ameeshapatel9) on Dec 23,