হোম কুয়ারেন্টাইনে কিভাবে দিন কাটাচ্ছেন অভিনেত্রী শৌরসেনী মিত্র!
নিউজ ডেস্কঃ মনোজ বাজপেয়ী, রাজকুমার রাও, নোয়াজুদ্দিন সিদ্দিকি। নাম গুলি শোনার পর মাথায় আগে কোন শব্দটি আসে বলুন তো? থিয়েটার ব্যাক্তিত্ত্ব! বিরাট ভালো অভিনেতা! ফেমাস তারকা! নাকি চিটাগং। আসলে সবকটি ই ঠিক। তবে আরও একটি জিনিস, তাহল শৌরসেনী মিত্র। নামটা বর্তমানে টলিউডের অন্যতম সেরা নায়িকাদের তালিকায় থাকলেও শুরুটা হয়েছিল এই তিন মহানমাপের বলিউড তারকাদের সাথে। প্রথম ছবি চিটাগং। তারপর আম্রিকা। সেই নিয়ে সবকিছু জানালেন শৌরসেনী। প্রশ্নঃ দেশের এই সময় অর্থাৎ