ভারতবর্ষের ইতিহাসে যুদ্ধবিমানের তিন মহিলা পাইলট। রইল ভিডিও
নিউজ ডেস্কঃ যুদ্ধবিমান থেকে শুরু করে একাধিক অত্যাধুনিক অস্ত্র রয়েছে ভারতের হাতে। তবে বেশিরভাগটাই চালিত হয় পুরুষ দ্বারা। মহিলাদের জন্য স্থান থাকলেও একাধিক স্থানে দেখা যায়না। কিছু বছর আগেও মহিলাদের দেখাযেতনা যুদ্ধবিমান চালাতে, তবে এবার মহিলারাও চালালেন যুদ্ধবিমান।