সুমিত, কলকাতাঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী।ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ।রয়েছে সিনে তারকারাও। তবে একাধিক সিনে তারকা দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে। একাধিক সামাজিক কাজকর্মের পাশাপাশি একাধিক সামাজিক বিধিনিষেধ মেনে চলতে বলছেন তারা। তারাও ঘরের মধ্যেই দিন কাটাচ্ছে বাকি মানুষদের মধ্যে। তবে এবার ক্যামেরা বা আলোর মাঝে নয়, পরিবারের মধ্যেই দিন কাটছে। ঘরের সকল কাজ করতে হচ্ছে তাদের।
সোহিনী সাহা। বেশ কিছু সিরিয়ালে টাইটেল ট্র্যাক গেয়েছেন তিনি। কিভাবে দিন কাটছে সোহিনীর! তিনি জানান যে “আমি বাড়িতেই আছি, রান্না করেছি, কিছুদিন আগে হইোয়াট সস পাস্তা বানিয়েছি, শুধু পাস্তা নয় এগ ডেভিল, কেক, পুডিং, কাস্টার্ড, রোস লস্যি,চিলি চিকেন এছাড়াও চিকেনের একাধিক আইটেম। তবে এর পাশাপাশি বাসন মেজেছি, সিনেমা দেখছি, ওয়েব সিরিজ দেখছি(ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানির মতো ছবি)। তিনি নিজের দেখা পুরনো ছবি দেখতেই ভালোবাসেন বেশি। টুকটাক ডায়েট করছি, তবে খুব সম্প্রতি শুরু করেছি”।
সোহিনী একাধিক অ্যাড ফিল্মে কাজ গলা দিয়েছেন। পাশাপাশি “তবু মনে রেখো”, “টাপুর টুপুর”,”আঁচল”,”খোকাবাবু”,”কাছে আয় সই” র মতো জনপ্রিয় সিরিয়ালে তাঁকে গাইতে শোনা গেছে।