নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই অভিনন্দন বর্তমান এর সাহসিকতার পরিচয় পেয়েছে পৃথিবীর একাধিক দেশ। পাকিস্তান নিজেদের বিমান ভেঙ্গে পরার কথা স্বীকার না করলেও তার প্রমান পাওয়া গেছে। তবে মাঝ আকাশে পাকিস্তানের সাথে ভারতের ডগ ফাইট ঠিক কেমন ছিল?
(বাস্তব ঘটনার সাথে না ও মিল থাকতে পারে, এটি পুরোটাই একটি আনিমেশান দ্বারা দেখানো একটি নাট্যরূপ)