নিউজ ডেস্কঃ যেকোনো দেশের নৌসেনা চালাতে এক বিরাট ভুমিকা পালন করে যুদ্ধবিমান। তবে একাধিক দেশের নৌসেনায় রয়েছে বোম্বার। আর এই বোম্বার এক বিরাট ভুমিকা পালন করে। অ্যামেরিকার হাতে রয়েছে এরকমই কিছু ভয়ংকর যুদ্ধবিমান।
Previous Post: ভারতবর্ষের ইতিহাসে যুদ্ধবিমানের তিন মহিলা পাইলট। রইল ভিডিও