নিউজ ডেস্কঃ অ্যামেরিকার হাতে রয়েছে একাধিক অত্যাধুনিক মানের যুদ্ধবিমান। যেসব বিমানের ভয়ে ত্রস্ত গোটা বিশ্ব। তবে রাশিয়া ও পিছিয়ে নেই তাদের বিমান বাহিনীর হাতেও রয়েছে একাধিক যুদ্ধবিমান। বিশেষ করে মিগ বা শুখোই। এর মধ্যে বেশ কিছু শুখোই বিমান ভারতও ক্রয় করেছে। তবে শুখোই সু ৫৭ হল রাশিয়ার অত্যাধুনিক মানের এক যুদ্ধবিমান যাকে সমীহ করে চলে অ্যামেরিকার মতো দেশও।