নিউজ ডেস্কঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী।ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ।রয়েছে সিনে তারকারাও। তবে একাধিক সিনে তারকা দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে। একাধিক সামাজিক কাজকর্মের পাশাপাশি একাধিক সামাজিক বিধিনিষেধ মেনে চলতে বলছেন তারা। তারাও ঘরের মধ্যেই দিন কাটাচ্ছে বাকি মানুষদের মধ্যে। তবে এবার ক্যামেরা বা আলোর মাঝে নয়, পরিবারের মধ্যেই দিন কাটছে। ঘরের সকল কাজ করতে হচ্ছে তাদের।
তবে এসব কিছুর মধ্যেও সাধারণ মানুষকে বিনোদন দিতে এগিয়ে এলেন এক ঝাঁক টলি অভিনেত্রী। সবকিছুর মাঝেও তারা সাধারণ মানুষদের বিনোদনের জন্য যে ভাবছেন তা আরও একবার প্রমান পেল। তাদের নতুন এক অভিনব মজার ভিডিও শেয়ার করলেন তারা সোশ্যাল মিডিয়াতে। যেখানে চাঁদনী, তন্নি, তদঋষি, রুকমা, রুপসা, প্রত্যুসা, ভাবনা, সেশাদ্রি, অঙ্কিতা, সোহিনী সহ একাধিক অভিনেত্রীকে দেখাগেল এই ভিডিওতে। এবং সকলের জন্য তাদের একাটাই বার্তা যে “ঘরে থাকুন, সুস্থ থাকুন”। সাধারণ মানুষকে যে আরও তারা বিনোদন দিতে চায় তা একাধিক অভিনেত্রী জানালেনও বটে।