April 27, 2020

পাকিস্তান যুদ্ধজাহাজ ক্রয় করতে সক্ষম নয়।সে আবার ভারতকে হুমকি দেয়!ভিডিও

নিউজ ডেস্কঃ ভারত-পাকিস্তানের চাপানউতোর সারাবছর ধরেই চলতে থাকে। ভারতের একাধিক কার্যকলাপে পাকিস্তান গুটিসুটি দিয়ে বসে থাকে, তা একাধিকবার প্রমান পেয়েছে গোটা বিশ্বের মানুষ। তবে কিছু সময় ভারতকে যুদ্ধের হুমকিও দেয়। তবে তাদের নিজেদের কথা কোনোদিন তারা ভেবেই দেখেনা, নিজেদের যুদ্ধজাহাজ ক্রয় করার ক্ষমতা পর্যন্ত নেই, তারাই আবার হুমকি দেয়!

ভারত-পাকিস্তান যুদ্ধে ভারতের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠিয়েছিল অ্যামেরিকা। দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ ১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধের কথা জানেনা, এমন মানুষ খুঁজে পাওয়া বেশ মুশকিল। কারন এই যুদ্ধে প্রায় গোটা পৃথিবী ভারতের বিরুদ্ধে চলে যাচ্ছিল, এর বড় কারন অ্যামেরিকা পাকিস্তানের সমর্থন নেয় এবং ভারতের বিরুদ্ধে কথা বলা শুরু করে এবং ভারতের বিরুদ্ধে তারা রণতরীও পাঠিয়েছিল, সেই যুদ্ধে রাশিয়া যদি ভারতকে সাহায্য না করত আজ কি হতো? তা বলা বেশ মুশকিল।

ভাইরাল কুমার শানু বিখ্যাত গান। দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ কুমার শানু। ৯০ এর দশকের একাধিক হিট গান করেছিলেন। বিশেষ করে বেশ কিছু হিন্দি গান সেই সময় একাধিক মানুষের মন জয় করেছিল। তাঁর একাধিক গানের বর্তমানে রিমেকও তৈরি হয়েছে।

মানুষের কাছ থেকে যখন যুদ্ধনিমান যায়, কিঅবস্থা সেই মানুষদের!দেখুন রোমহর্ষক ভিডিও

নিউজ ডেস্কঃ যেকোনো দেশ নিজেদের আকাশ ব্যবস্থা সুরক্ষা করতে একাধিক যুদ্ধবিমান ক্রয় করে থাকে। একাধিক ভয়ংকর যুদ্ধবিমানের পরাক্রমনতা ইতিমধ্যে দেখেছেও পৃথিবী, তবে এই যুদ্ধবিমানের শব্দ যে শরীরের পক্ষে খারাপ তা ও একাধিকবার গবেষণায় উঠে এসেছে। তবে এই যুদ্ধবিমান গুলি যখন মানুষের কাছ থেকে উড়ে যায়! প্রচুর অসুবিধার মধ্যেই পড়তে হয় তাদের।

মাঝ সমুদ্রে ভয়ংকর সাবমেরিন যেভাবে আক্রমণ করে। দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ যেকোনো দেশের নৌবহরে সাবমেরিন থাকাটা স্বাভাবিক। কারন সাবমেরিন থাকলে সে দেশের ক্ষমতা বৃদ্ধি পায়। তবে মাঝ সমুদ্রে থাকলে তা কিভাবে আক্রমণ করে তা অনেকেরই কাছে অজানা।

ভারতের মারাত্মক ৪ জন বডি বিল্ডার। যাদের হারাতে বেগ পেতে হয়েছিল আন্তর্জাতিক বডিবিল্ডারদের

নিউজ ডেস্কঃ ভারতের একাধিক বডি বিল্ডার রয়েছে যাদের সম্পর্কে সেভাবে অনেকেরই জানা নেই। বিশেষ করে মনোহর আইচের মতো মানুষের কথা। তাঁর মতো মানুষের ব্যায়ামে খুশী হয় জেলে থাকাকালীন তাঁকে আলাদাভাবে খাওয়ার দেওয়া হত। ১) Suhas Khamkar: মহারাষ্ট্রের কলাপুর শহরে বসবাসকারী এই বডি বিল্ডার যিনি ভারতের প্রথম বডি বিল্ডার।যিনি জাতীয় পর্যায় রেলওয়ে ন্যাশেনাল প্রতিযোগিতায় গোল্ড মেডেল জিতেছিলেন। তিনি মিস্টার বডি বিল্ডিং চ্যাম্পিয়ান শিপে প্রথম রানার আপ ছিলেন।এছাড়াও তিনি  ২০১২ সালে অনুষ্ঠিত