সুমিত, কলকাতাঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী।ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ।রয়েছে সিনে তারকারাও। তবে একাধিক সিনে তারকা দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে। একাধিক সামাজিক কাজকর্মের পাশাপাশি একাধিক সামাজিক বিধিনিষেধ মেনে চলতে বলছেন তারা। তারাও ঘরের মধ্যেই দিন কাটাচ্ছে বাকি মানুষদের মধ্যে। তবে এবার ক্যামেরা বা আলোর মাঝে নয়, পরিবারের মধ্যেই দিন কাটছে। ঘরের সকল কাজ করতে হচ্ছে তাদের।
পার্নো মিত্র। একাধিক অ্যাওয়ার্ড উইনিং ছবি সহ বেশ কিছু সিরিয়ালে দেখা গেছে তাঁকে। কিভাবে দিন কাটছে পার্নো মিত্রের! তিনি জানান যে “আমি বাড়িতেই থাকতে ভালবাসছি। পরিবারের সাথে সময় কাটাচ্ছি, নিজে রান্না করছিনা, আমার বোন রান্না করছে, তবে একদিন ডাল বানিয়েছিলাম”। তিনি কি খেতে ভালোবাসেন বা কি খাচ্ছেন? ” ইটালিয়ান খেতে ইচ্ছা হয়, তবে বাড়িতে শাকসবজি বেশি খাচ্ছি, এবং শাকসবজি খেতে পছন্দ করি”। পাশাপাশি শরীরচর্চা ও করছেন বাড়িতেই ” আমি বাড়িতেই ওয়ার্ক আউট করছি, আমার বোন আমার ট্রেনার সেক্ষেত্রে আমার সুবিধাও হচ্ছে, স্ট্রেচিং করছি”।
“রঞ্জনা আমি আর আসবো না”, “বেডরুম”, ডুব র মতো পুরষ্কার প্রাপ্ত ছবিতে দেখাগেছে তাঁকে।