April 27, 2020

করোনা নিয়ে নতুন ছবি অ্যামেরিকায় থাকা প্রবাসি বাঙালি রাহসান নুরের

নিউজ ডেস্কঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী।ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ।রয়েছে সিনে তারকারাও। তবে একাধিক সিনে তারকা দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে। এর নিজের ছবি রিলিজ করলেন পরিচালক রাহসান নুর। কোভিড ১৯ এর প্রকোপে আজ অবরুদ্ধ প্রায়

পৃথিবীর ভয়ংকর ১০ যুদ্ধবিমান। কততম স্থানে ভারতের রাফালে! ভিডিও

নিউজ ডেস্কঃ রাফালে। ভারতীয় বিমান বাহিনীতে যোগ হওয়ার পর থেকেই ভারতীয় নৌসেনার ক্ষমতা যে বেড়েছে তা বলাই বাহুল্য। তবে পৃথিবীর প্রথমসারির বিমানগুলির মধ্যে কততম স্থানে পরে ভারতের রাফালে!

ভারতের হাতে থাকা ভয়ংকর যুদ্ধবিমান কিভাবে গোটা বিশ্বের ভয়ের কারন হয়ে দাড়ায়! ভিডিও

নিউজ ডেস্কঃ মিগ ২১। যার ভয়ে ত্রস্ত ছিল গোটা বিশ্বের একাধিক দেশ। রাশিয়ার থেকে এই যুদ্ধবিমান ক্রয় করেছিল ভারত। যা দেশের একাধিক যুদ্ধ লড়েছিল এবং নিজের প্রমান ও রেখেছিল। সেই যুদ্ধবিমানের বিরাট এক ভুমিকা ছিল ভারতীয় বিমানবাহিনীতে।

উড়তে কোনও রানওয়ে লাগেনা। অ্যামেরিকার এই ভয়ংকর যুদ্ধবিমানে কি এমন আছে!

নিউজ ডেস্কঃ অ্যামেরিকার হাতে রয়েছে একাধিক প্রযুক্তি যুক্ত একাধিক যুদ্ধবিমান। বিশেষ করে এফ ২২ র‍্যাপ্টর বা এফ ৩৫। এইসব বিমানের রয়েছে একাধিক ক্ষমতা। তবে এফ বিমানের রয়েছে এক অদ্ভুত ক্ষমতা। যার উড়তে কোনও রানওয়ে লাগেনা।

অ্যামেরিকা যেই বিমানে করে বম্ব নিয়ে যায়। দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ অ্যামেরিকার হাতে যে একাধিক ভয়ংকর যুদ্ধবিমান রয়েছে তা সকলেরই জানা। বিশেষ করে এফ ২২ র‍্যাপ্টর বা এফ ৩৫ র মতো বিমানের ভয়ে বেশ ত্রস্ত গোটা বিশ্বের একাধিক দেশ। তবে অনেকেরই জানা নেই যে অ্যামেরিকার হাতে বি 2 বম্বারের মতো ঘাতক বিমান রয়েছে।

সাধারণ মানুষের কথা চিন্তা করে ভিডিও শেয়ার করলেন এক ঝাঁক টলি তারকা

নিউজ ডেস্কঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী।ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ।রয়েছে সিনে তারকারাও। তবে একাধিক সিনে তারকা দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে। একাধিক সামাজিক কাজকর্মের পাশাপাশি একাধিক সামাজিক বিধিনিষেধ মেনে চলতে বলছেন তারা। তারাও ঘরের মধ্যেই দিন

কিভাবে ক্যুয়ারেন্টাইন কাটছে অভিনেত্রী পার্নো মিত্রের!

সুমিত, কলকাতাঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী।ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ।রয়েছে সিনে তারকারাও। তবে একাধিক সিনে তারকা দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে। একাধিক সামাজিক কাজকর্মের পাশাপাশি একাধিক সামাজিক বিধিনিষেধ মেনে চলতে বলছেন তারা। তারাও ঘরের মধ্যেই দিন

রাফালে আসলে পাকিস্তান কতোটা আতঙ্কে থাকবে!। ভিডিও

নিউজ ডেস্কঃ রাফালে কিছুদিনের মধ্যে চলে আসবে ভারতের হাতে। যদিও কিছু যুদ্ধবিমান ইতিমধ্যেই এসে পৌঁছেছে ভারতের হাতে। এবং বাকি বিমান আসতে আর কিছুদিন সময় লাগবে। তবে প্রশ্ন হল ভারতের হাতে রাফালে আসলে কতোটা ভীত থাকবে পাকিস্তান!

ভারতের বায়ু সেনার হাতে মোট কতগুলি ভয়ংকর হ্যালিকপ্টার আছে!

নিউজ ডেস্কঃ যেকোনো দেশের হাতে যুদ্ধবিমান থাকার সাথে সাথে হেলিকপ্টার থাকাটাও দরকার। কারন এরকম অনেক স্থান আছে যেখানে যুদ্ধবিমান পৌঁছাতে সক্ষম নয়। সেখানে হেলিকপ্টার পাঠিয়ে সেনাদের রক্ষা করা থেকে শুরু করে একাধিক দুর্ভেদ্য কাজ করতে হয়।

অ্যামেরিকার যেই যুদ্ধবিমান বিক্রয় হবেনা! ক্ষমতা শুনলে চমকে যাবেন!। রইল ভিডিও

নিউজ ডেস্কঃ এফ ২২ র‍্যাপ্টর। পৃথিবীর অন্যতম সেরা ভয়ংকর যুদ্ধবিমান। এমনই এক যুদ্ধবিমান যা কোনোদিন বাইরের কোনও দেশকে বিক্রয় করবেনা বলে জানিয়েছে অ্যামেরিকা। সেই বিমানের ভয়ে ভীত পৃথিবীর অনেক দেশই।