April 25, 2020

কিভাবে ক্যুয়ারেন্টাইন কাটছে অভিনেত্রী শ্রীনন্দা শঙ্করের!

সুমিত, কলকাতাঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী।ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ।রয়েছে সিনে তারকারাও। তবে একাধিক সিনে তারকা দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে। একাধিক সামাজিক কাজকর্মের পাশাপাশি একাধিক সামাজিক বিধিনিষেধ মেনে চলতে বলছেন তারা। তারাও ঘরের মধ্যেই দিন

জলের নিচ থেকেই কিভাবে সাবমেরিন হামলা করে দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ যেকোনো দেশের ক্ষমতা বৃদ্ধির জন্য নৌবহরে সাবমেরিন থাকাটা খুব জরুরী। কারন এর গতি থেকে অস্ত্র সম্ভার বা স্থান জানাটা প্রায় অস্মভব। অর্থাৎ কোথায় এর অবস্থান রয়েছে তা অনেকরই কাছে খোঁজ থাকেনা। জলের নীচ থেকেই আক্রমণ করতে সক্ষম।

রোদ্দুর রায়কে নিয়ে কি বলছে আজকের জেনারেশানের ছেলেমেয়েরা! দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ রোদ্দুর রায়। ইতিমধ্যেই একাধিক ভিডিও হিট। পাশাপাশি হয়েছে একাধিক সমালোচনাও। কিছু মানুষ তাকে সাপোর্ট করলেও বেশ কিছু মানুষ তার বিরুদ্ধেও গেছে। আলোচনা, সমালোচনা দুই হয়েছে তাকে নিয়ে। তবে এখনকার জেনেরাশান কি ভাবছে তাকে নিয়ে!

শত্রুপক্ষের অস্ত্র আকশেই খতম করবে। ভারতের এই অস্ত্র। রইল ভিডিও

নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই রাশিয়ার থেকে এস ৪০০ র মতো অস্ত্র ক্রয় করেছে ভারত। যা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালি করে তুলেছে। শত্রুপক্ষের মিসাইলকে এবার আকাশেই ক্ষতম করতে সক্ষম হবে ভারত।

ভারতবর্ষের হাতে আসা রাফালে কে টেক্কা দিতে পারবে পাকিস্তানের ভয়ংকর যুদ্ধবিমান! ভিডিও

নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই ফ্রান্সের তৈরি রাফালে বিমান ভারতে এসেছে, এখনও বেশ কিছু রাফালে আসা বাকি। তবে ২০২৩ সালে ভারতের হাতে আসতে চলেছে তেজাস যুদ্ধবিমান। রাশিয়ার সাথে যৌথ প্রয়াসে তৈরি তেজাস যুদ্ধবিমান যে শত্রুদেশের ভীতির কারন হয়ে দাঁড়াতে চলেছে তা বলাই বাহুল্য। এই পঞ্চম প্রজন্মের বিমান ভবিষ্যতে বিক্রি করার প্রস্তুতিও নিয়েছে। তবে এতোদিন রাশিয়ার উপর ভরসা করেই চলতে হয়েছে ভারতীয় বিমানবাহিনীকে। তবে রাফালে যে শত্রু দেশের ভীত কাঁপাতে পারে তা

রাস্তায় ফোঁক গান করে যারা জীবিকা নির্বাহ করেন, তাদের সাহায্যার্থে এগিয়ে এলেন একাধিক নামী গায়করা

সুমিত, কলকাতাঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী।ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ।রয়েছে সিনে তারকারাও। তবে একাধিক সিনে তারকা দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে। একাধিক সামাজিক কাজকর্মের পাশাপাশি একাধিক সামাজিক বিধিনিষেধ মেনে চলতে বলছেন তারা। তারাও ঘরের মধ্যেই দিন