নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই ফ্রান্সের তৈরি রাফালে বিমান ভারতে এসেছে, এখনও বেশ কিছু রাফালে আসা বাকি। তবে ২০২৩ সালে ভারতের হাতে আসতে চলেছে তেজাস যুদ্ধবিমান। রাশিয়ার সাথে যৌথ প্রয়াসে তৈরি তেজাস যুদ্ধবিমান যে শত্রুদেশের ভীতির কারন হয়ে দাঁড়াতে চলেছে তা বলাই বাহুল্য। এই পঞ্চম প্রজন্মের বিমান ভবিষ্যতে বিক্রি করার প্রস্তুতিও নিয়েছে। তবে এতোদিন রাশিয়ার উপর ভরসা করেই চলতে হয়েছে ভারতকে। কিছুদিন আগেই ভারতের হাতে এসেছে মিগ ২৯ র মতো যুদ্ধবিমান। পাশাপাশি একাধিক যুদ্ধবিমান রয়েছে ভারতের হাতে, যার ভয়ে কাঁপে গোটা বিশ্ব।
Previous Post: “খিদে এবং মৃত্যু” কড়া নাড়ছে দোরগোড়ায়