সুমিত, কলকাতাঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী।ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ।রয়েছে সিনে তারকারাও। তবে একাধিক সিনে তারকা দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে। একাধিক সামাজিক কাজকর্মের পাশাপাশি একাধিক সামাজিক বিধিনিষেধ মেনে চলতে বলছেন তারা। তারাও ঘরের মধ্যেই দিন কাটাচ্ছে বাকি মানুষদের মধ্যে। তবে এবার ক্যামেরা বা আলোর মাঝে নয়, পরিবারের মধ্যেই দিন কাটছে। ঘরের সকল কাজ করতে হচ্ছে তাদের।
শতরূপা পাইন। একাধিক বলিউড সিনেমাতে দেখাগেছে তাকে। এই সময় কিভাবে দিন কাটছে শতরূপার? তিনি জানান বাড়িতেই দিন কাটছে তার। তিনি এই বিষয় বিস্তারিত জানাতে গিয়ে জানান ” আমি ঐভাবে নিচ্ছিনা, জিনিসটা আমি একদম সাধারণ ভাবে নিচ্ছি, বাড়িতেই থাকছি” যদিও বর্তমানে তিনি মুম্বাইতে রয়েছেন। নিজের একটি পোস্য আছে বলে জানান। “পেট কে ক্লিন করছি”। পাশাপাশি “বাড়িতেই শ্যুটিং করছি। ফটো এবং মিউসিক ভিডিও করছি বিশেষ করে, এবং ফটোগ্রাফার দের থেকে ভিডিও চ্যাটে সাহায্য নিচ্ছি”(ইতিমধ্যে দুটি মিউসিক ভিডিও বানিয়েছেন তিনি)। “প্রচুর রান্না করছি, তবে আমি নিজেজেই নিয়েই ব্যস্ত, কারন এতোদিন যেই রুটিন ফলো করতাম সেটাই বাড়ি বসে করছি”। “জুম্বা ক্লাস, জিমে ফাংশানাল ট্রেনিং, ড্যান্স ক্লাস সেটাও বাড়িতে প্র্যাকটিস করছি”।
শরীরচর্চার বিষয় জানতে চাওয়া হলে তিনি জানান “জিম করছি, দৌড়াচ্ছি, মেডিটেশান করছি”, পাশাপাশি আমি কন্ট্রোলেই আছি, যেমন ধর ট্রেড মিল, স্কিপিং(৫০০) করছি”। তবে সবথেকে মজার বিষয় হল শতরূপা আজকাল গান করে লোকজনকে বিরক্ত করছে বলে জানান। আবার সেই গুলি সোশ্যাল মিডিয়াতে পোস্ট ও করছেন।