নিউজ ডেস্কঃ অ্যামেরিকার একাধিক যুদ্ধবিমান যে কতোটা ভয়ানক, তা একাধিকবার টের পেয়েছে গোটা বিশ্ব। তবে শুধু অ্যামেরিকার বিমান গুলিকে ভয়ানক এবং আক্রমণাত্মক বললে কম বলা হবে। এমনও কিছু বিমান আছে যা বেশ কিছু দেশের রাডার সিস্টেমে ধরাই পরবেনা। অর্থাৎ হামলা চালিয়ে এসে ফিরে আসবে অথচ সেই দেশ বুঝতেও পারবেনা। তবে অ্যামেরিকার একাধিক যুদ্ধবিমানে রয়েছে একাধিক টেকনিক্যাল অসুবিধা। যা সচরাচর শোনা যায়না। যার কারনে একাধিক সময় প্রান হারিয়েছে প্রচুর প্রাণী।
Previous Post: ভারতের হাতে আসা এই রাশিয়ান বিমান গুলি কতোটা ভয়ংকর!
Next Post: পৃথিবীর সেরা পাইলট কারা! রইল ভিডিও