April 21, 2020

পৃথিবীর সেরা পাইলট কারা! রইল ভিডিও

নিউজ ডেস্কঃ একটি বিমান সব দিক থেকে পারদর্শী হলেই হয়না তার টেকনিক্যাল সমস্যা থেকে শুরু করে ফুয়েল ক্যাপাসিটির উপর নির্ভর করে অনেক কিছুই। পাশাপাশি শুধু সেই বিমান যুদ্ধ করতে একাধিক সক্ষমতা থাকলেই হয়না সাথে একজন অভিজ্ঞ পাইলটকে প্রয়োজন। অনেকসময় পাইলটের কারনেও বিমানের অনেক বেশি নিজের শক্তি প্রদর্শন করতে পারে।

অ্যামেরিকার যুদ্ধবিমানের কারনে হরিনের প্রান হারায়। জানুন বিস্তারিত

নিউজ ডেস্কঃ অ্যামেরিকার একাধিক যুদ্ধবিমান যে কতোটা ভয়ানক, তা একাধিকবার টের পেয়েছে গোটা বিশ্ব। তবে শুধু অ্যামেরিকার বিমান গুলিকে ভয়ানক এবং আক্রমণাত্মক বললে কম বলা হবে। এমনও কিছু বিমান আছে যা বেশ কিছু দেশের রাডার সিস্টেমে ধরাই পরবেনা। অর্থাৎ হামলা চালিয়ে এসে ফিরে আসবে অথচ সেই দেশ বুঝতেও পারবেনা। তবে অ্যামেরিকার একাধিক যুদ্ধবিমানে রয়েছে একাধিক টেকনিক্যাল অসুবিধা। যা সচরাচর শোনা যায়না। যার কারনে একাধিক সময় প্রান হারিয়েছে প্রচুর প্রাণী।

ভারতের হাতে আসা এই রাশিয়ান বিমান গুলি কতোটা ভয়ংকর!

নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই ফ্রান্সের তৈরি রাফালে বিমান ভারতে এসেছে, এখনও বেশ কিছু রাফালে আসা বাকি। তবে ২০২৩ সালে ভারতের হাতে আসতে চলেছে তেজাস যুদ্ধবিমান। রাশিয়ার সাথে যৌথ প্রয়াসে তৈরি তেজাস যুদ্ধবিমান যে শত্রুদেশের ভীতির কারন হয়ে দাঁড়াতে চলেছে তা বলাই বাহুল্য। এই পঞ্চম প্রজন্মের বিমান ভবিষ্যতে বিক্রি করার প্রস্তুতিও নিয়েছে।  তবে এতোদিন রাশিয়ার উপর ভরসা করেই চলতে হয়েছে ভারতকে। কিছুদিন আগেই ভারতের হাতে এসেছে মিগ ২৯ র মতো যুদ্ধবিমান।

অ্যামেরিকা যুদ্ধবিমানে বিক্রি করতে ঘুষ দিয়েছিল। জানুন বিস্তারিত

নিউজ ডেস্কঃ অ্যামেরিকার একাধিক যুদ্ধবিমান যে কতোটা ভয়ানক, তা একাধিকবার টের পেয়েছে গোটা বিশ্ব। তবে শুধু অ্যামেরিকার বিমান গুলিকে ভয়ানক এবং আক্রমণাত্মক বললে কম বলা হবে। এমনও কিছু বিমান আছে যা বেশ কিছু দেশের রাডার সিস্টেমে ধরাই পরবেনা। আর এই বিমান বিক্রি করতে বেশ মরিয়া অ্যামেরিকার একাধিক বিমান প্রস্তুতকারক সংস্থা। তবে একাধিক যুদ্ধবিমান বিক্রি করতে অ্যামেরিকা একাধিক সময় একাধিক দেশের সরকারকে ঘুষ দিয়েছে।

অ্যামেরিকার এই চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান পঞ্চম প্রজন্মের বিমানকে যেকোনো সময় নাজেহাল করতে পারে

নিউজ ডেস্কঃঅ্যামেরিকার একাধিক যুদ্ধবিমান যে কতোটা ভয়ানক, তা একাধিকবার টের পেয়েছে গোটা বিশ্ব। তবে শুধু অ্যামেরিকার বিমান গুলিকে ভয়ানক এবং আক্রমণাত্মক বললে কম বলা হবে। এমনও কিছু বিমান আছে যা বেশ কিছু দেশের রাডার সিস্টেমে ধরাই পরবেনা। অর্থাৎ হামলা চালিয়ে এসে ফিরে আসবে অথচ সেই দেশ বুঝতেও পারবেনা। সেই বিমানের মধ্যেই পর এফ ৩৫।

১৯৯৫ সালেই অ্যামেরিকার এই ভয়ংকর যুদ্ধবিমান ধ্বংস করা হয়। ভিডিও

নিউজ ডেস্কঃ অ্যামেরিকার একাধিক যুদ্ধবিমান যে কতোটা ভয়ানক, তা একাধিকবার টের পেয়েছে গোটা বিশ্ব। তবে শুধু অ্যামেরিকার বিমান গুলিকে ভয়ানক এবং আক্রমণাত্মক বললে কম বলা হবে। এমনও কিছু বিমান আছে যা বেশ কিছু দেশের রাডার সিস্টেমে ধরাই পরবেনা। অর্থাৎ হামলা চালিয়ে এসে ফিরে আসবে অথচ সেই দেশ বুঝতেও পারবেনা। তবে অ্যামেরিকার এফ ১৫ যুদ্ধবিমান ভয়ে একটা সময় গোটা পৃথিবীর বেশিরভাগ দেশই স্তব্ধ। আর সেই যুদ্ধবিমান ও একটা সময় গুলি করে

ভারতবর্ষকে এক হয়ে লড়ার আর্জি সাহারা প্রধানের

নিউজ ডেস্কঃ সাহারাশ্রী সুব্রত রায় সাহারা, ম্যানেজিং ওয়ার্কার এন্ড চেয়ারম্যান অফ সাহারা ইন্ডিয়া পরিবার, বিশ্বের অন্যতম বৃহৎ ব্যবসায়ী আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান করোনা-র বিরুদ্ধে লড়াইটা শুধু সরকারের নয়, বাস্তবে সকল ভারতবাসীকে এক হয়ে এই মহামারীর মোকাবিলায় লড়তে হবে। তিনি আরও বলেন, “করোনা-র বিরুদ্ধে লড়াইটা সমস্ত মানবজাতির লড়াই এবং প্রত্যেকটি মানুষ এখানে একজন সৈনিক। প্রত্যেক মানুষেরই নিজ নিজ দায়িত্ব আছে। যদি আমরা এটা ভাবি যে আজকের দিনে যা যা করণীয়

কিভাবে ক্যুয়ারেন্টাইন কাটছে অভিনেত্রী শতরূপা পাইনের!

সুমিত, কলকাতাঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী।ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ।রয়েছে সিনে তারকারাও। তবে একাধিক সিনে তারকা দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে। একাধিক সামাজিক কাজকর্মের পাশাপাশি একাধিক সামাজিক বিধিনিষেধ মেনে চলতে বলছেন তারা। তারাও ঘরের মধ্যেই দিন