নিউজ ডেস্কঃ দীপিকা পাডুকোন। বলিউডের ফ্যাশান সেন্সেশান। একাধিক হিট ছবি থেকে শুরু করে বলিউডে ইতিমধ্যেই একাধিক নাম করা ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বটে। কিছু মাস আগেই সাত পাকে বাঁধা পরে রানভির সিং র সাথে। বর্তমানে চুটিয়ে সংসার করছেন এই বলি দম্পতি।
Previous Post: ফ্রান্সের তৈরি রাফালে! নাকি ভারতের তেজাস? এগিয়ে কে!