April 20, 2020

ভারতের এই অত্যাধুনিক যুদ্ধবিমান কতোটা ভয়ংকর!

নিউজ ডেস্কঃ ভারতের সেনাবাহিনী পৃথিবীর অন্যতম সেরা সেনাবাহিনী। যুদ্ধাস্ত্র থেকে শুরু করে একাধিক আক্রমণাত্মক অস্ত্র তৈরি করছে ভারত। শুধুতাই নয় পাশাপাশি একাধিক দেশীয় টেকনোলোজিতে তৈরি হচ্ছে যুদ্ধবিমান ও। তবে ভারতের হাতে শুখোই র মতো যুদ্ধবিমান থাকার ফলে বেশ সমীহ করে পৃথিবীর বাকি সব দেশ।

পৃথিবীর ইতিহাসে অ্যামেরিকার পরমাণু বিমান হারানোর ঘটনা

নিউজ ডেস্কঃ পৃথিবীর ইতিহাসে একাধিক দুর্ঘটনা থেকে শুরু করে প্রচুর জিনিস নিখোঁজ হয়েগেছে। এর সাথে সাথে প্রচুর যুদ্ধবিমান ও নিখোঁজ হয়েগেছে কিন্তু সেগুলি সেভাবে খোঁজ ও রাখেনি। বিশেষ করে অ্যামেরিকার ইতিহাসে পরমাণু বোম সহ যুদ্ধবিমান নিখোঁজ হয়ে যায়, যা এখনও পর্যন্ত নিখোঁজ হয়ে রয়েছে।

দীপিকা পাদুকনের র‍্যাম্প ওয়াক। ভাইরাল ভিডিও

নিউজ ডেস্কঃ দীপিকা পাডুকোন। বলিউডের ফ্যাশান সেন্সেশান। একাধিক হিট ছবি থেকে শুরু করে বলিউডে ইতিমধ্যেই একাধিক নাম করা ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বটে। কিছু মাস আগেই সাত পাকে বাঁধা পরে রানভির সিং র সাথে। বর্তমানে চুটিয়ে সংসার করছেন এই বলি দম্পতি।

ফ্রান্সের তৈরি রাফালে! নাকি ভারতের তেজাস? এগিয়ে কে!

নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই ফ্রান্সের তৈরি রাফালে বিমান ভারতে এসেছে, এখনও বেশ কিছু রাফালে আসা বাকি। তবে ২০২৩ সালে ভারতের হাতে আসতে চলেছে তেজাস যুদ্ধবিমান। রাশিয়ার সাথে যৌথ প্রয়াসে তৈরি তেজাস যুদ্ধবিমান যে শত্রুদেশের ভীতির কারন হয়ে দাঁড়াতে চলেছে তা বলাই বাহুল্য। এই পঞ্চম প্রজন্মের বিমান ভবিষ্যতে বিক্রি করার প্রস্তুতিও নিয়েছে, তবে প্রশ্ন হল ভারতের তৈরি এই যুদ্ধবিমান নাকি রাফালে এগিয়ে! কে?

ভারতীয় সেনাবাহিনী যেসব অসুবিধার সম্মুখীন হতে পারে!

নিউজ ডেস্কঃ ভারতের সেনাবাহিনী পৃথিবীর অন্যতম সেরা সেনাবাহিনী। যুদ্ধাস্ত্র থেকে শুরু করে একাধিক আক্রমণাত্মক অস্ত্র তৈরি করছে ভারত। শুধুতাই নয় পাশাপাশি একাধিক দেশীয় টেকনোলোজিতে তৈরি হচ্ছে যুদ্ধবিমান ও। তবে কিছু ক্ষেত্রে বেশ অসুবিধার সম্মুখিত হতে পারে।