April 18, 2020

অ্যামেরিকার সর্বাধুনিক যুদ্ধবিমান ধ্বংস! জানুন বিস্তারিত। ভিডিও

নিউজ ডেস্কঃ অ্যামেরিকার একাধিক যুদ্ধবিমান যে কতোটা ভয়ানক, তা একাধিকবার টের পেয়েছে গোটা বিশ্ব। তবে শুধু অ্যামেরিকার বিমান গুলিকে ভয়ানক এবং আক্রমণাত্মক বললে কম বলা হবে। এমনও কিছু বিমান আছে যা বেশ কিছু দেশের রাডার সিস্টেমে ধরাই পরবেনা। অর্থাৎ হামলা চালিয়ে এসে ফিরে আসবে অথচ সেই দেশ বুঝতেও পারবেনা। সেই বিমানের মধ্যেই পর এফ ৩৫। তবে এই বিমানও একবার ধ্বংস হয় টেকনিক্যাল কিছু কারন বশত।

ইংল্যান্ডে হওয়া পৃথিবীর সবথেকে বড় মিলিটারি এয়ার শো। ভিডিও

নিউজ ডেস্কঃ রয়্যাল এয়ারফোর্স। পৃথিবীর অন্যতম সেরা এয়ারফোর্স গুলি মধ্যে একটি। তাদের একাধিক বিমান থেকে শুরু করে একাধিক যুদ্ধজাহাজের ভয়ে ত্রস্ত পৃথিবীর একাধিক দেশ। বিশেষ করে রয়্যাল নেভি। বিশেষভাবে  আলোচিত তারা তাদের অসাধারণ পারদর্শিতার জন্য। আর সেই ইংল্যান্ডেই পৃথিবীর অন্যতম সেরা মিলিটারি এয়ার শো উপস্থাপিত হয়ে থাকে।

রাশিয়ান বায়ুসেনার একাধিক বিমানের ভয়ংকর ট্রেনিং। রইল ভিডিও

নিউজ ডেস্কঃ অ্যামেরিকার চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে একের অর এক অত্যাধুনিক অস্ত্র বানাচ্ছে রাশিয়া। শুধুতাই নয় পাশাপাশি একের পর এক অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি করছে তারা। তাদের হাতে রয়েছে শুখোই সু ৫৭ র মতো অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের বিমান। সেই বিমানই এবার নিজেদের ক্ষমতা প্রদর্শন করার পাশাপাশি তাদের ট্রেনিং নিতে দেখা গেল।

বানর এবং চিতার ভয়ংকর লড়াই। রইল ভিডিও

নিউজ ডেস্কঃ বানর যে যেকোনো প্রাণীকে অতিস্ট করে তুলতে পার তা একাধিকবার প্রমান পাওয়া গেছে। তবে সর্বদা পশুপাখিদেরকে বেশি অতিস্ট করে থাকে। সিংহ বা বাঘের সাথেও একাধিকবার লড়তে বা অসুবিধা করতে দেখাগেছে। কিন্তু সময় প্রচুর প্রাণীকে বাচাতেও দেখাগেছে। তবে এবার রীতিমতো চিতার সাথে টক্কর নিতে দেখা গেল বানরকে।

মালাইকার ভিডিও শ্যুট ভাইরাল নেট দুনিয়ায়

নিউজ ডেস্কঃ মালাইকা অ্যারোরা খান। বলিউডের ফ্যাশান সেন্সেশান। দীর্ঘদিন আরবাজ সাথে বৈবাহিক সম্পর্ক থাকলেও তা ছেড়ে বেড়িয়ে আসে, এবং পরবর্তীতে বয়সে ছোট অর্জুন কাপুরের সাথে সম্পর্ক হয়। বর্তমানে তারা বলিউডের আলোচনার কেন্দ্র বিন্দু ও বটে। মালাইকাকে সেভাবে ছবি না করতে দেখা গেলেও একাধিক হিট গানে তাকে দেখাগেছে। তবে তাঁর ওয়ার্ক আউট থেকে শুরু করে র‍্যাম্প ওয়াক একাধিক সময় ভাইরাল হয়েছে তার একাধিক ভিডিও।

জাপান যেভাবে আক্রমণ করেছিল অ্যামেরিকাকে। দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যামেরিকা নিজেকে প্রথম অবস্থায় জড়াতে না চাইলেও পরের দিকে নিজেকে এর মধ্যে জরানোর ইচ্ছা হলেও জড়াতে পারছিলনা। তবে জাপান প্রথম পার্ল হারবার আক্রমণ করার পরই তারা এই যুদ্ধে পুরোপুরি প্রবেশ করে। তবে অ্যামেরিকাকে জাপান আক্রমণ করলেও এটা একরকম ফাঁদ ছিল বলে মত একাধিক বিশেষজ্ঞের।