নিউজ ডেস্কঃ শ্রদ্ধা কাপুর। বলিউডে একাধিক হিট ছবিতে দেখাগেছে তাঁকে। ছবিতে অভিনয়ের পাশাপাশি ড্যান্স করতেও বেশ স্বচ্ছল তিনি। তবে এবার তাঁকে দেখাগেল নুরা ফাতেহির সাথে। রীতিমতো কম্পিটিশান করে নাচতে দেখা গেল তাঁকে। কেউ জয়ী বা বিজয় নয়, নিছকই নিজেদের মজা করার জন্যই।