সুমিত, কলকাতাঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী। ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ। প্রচুর সমাজ সংগঠন পাশে দাঁড়িয়েছে সাধারণমানুষের। একাধিক সামাজিক কাজকর্মের পাশাপাশি একাধিক সামাজিক বিধিনিষেধ মেনে চলতে বলছেন তারা।
শুধু তাই নয় কিভাবে সমাজের এই মহামারী কাটিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফেরা যায়, তা নিয়েও ভাবছে একাধিক সমাজ সংগঠনগুলি। বিশেষভাবে আর্থিকভাবে পিছিয়ে পরা গরীব মানুষকে নিয়েই চিন্তার বিষয়। কারন যাদের দিন আনা দিন খাওয়া তাদের কাছে এই মহামারী বিরাট চিন্তার বিষয়। আয় নেই ফলে দুবেলা দুমুঠো খাওয়ার ও পাচ্ছেন না তারা। এবার সেই পিছিয়ে পরা দিন আনা দিন খাওয়া গরীব মানুষের পাশে দাঁড়াল রোট্যারক্ট ক্লাব অফ ক্যালকাটা। তাদের নতুন এই উদ্যোগ “অংশন” এ পাশে দাঁড়াল একাধিক মানুষও। পাশাপাশি তাদের এই উদ্যোগে সাহায্য করল রোটার্যাক্ট ক্লাব অফ পাঞ্চলা। তারা হাওড়ার বাউরিয়ার মতো প্রত্যান্ত গ্রামে ৪১০ এর উপর পরিবারের হাতে চাল, ডাল, আটা, আলু, সাবান, চিনি, জুস, নুন র মতো প্রতিদিনের অত্যাবশ্যকীয় জিনিস তুলে দিল তাদের হাতে। সাধারণ মানুষের হাতে এই অত্যাবশ্যকীয় পণ্যগুলি তুলে দিতে হাজির ছিলেন রোট্যার্যাক্ট অফ ক্যালকাটার প্রেসিডেন্ট সৌভিক গাঙ্গুলি এবং ক্লাব অ্যাডভাইসর সায়ন্তনী মৈত্র।