ঘরে বসেই পান আইসক্রিমের তৃপ্তি

ঘরে বসেই পান আইসক্রিমের তৃপ্তি

নিউজ ডেস্কঃ বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ। আর এই সব পার্বনের শুভারম্ভই হয় পয়লা বৈশাখ দিয়ে। পয়লা বৈশাখ হল বাংলার নববর্ষ।যার মধ্য দিয়ে শুরু হয় বছর। তাই এই দিনটি বাঙালিরা খুব ধুমধাম করে পালন করে। তবে এই বছর করোনার জন্য বন্ধ চারিদিক। মানুষ আজ ঘর বন্দী। তাই এই বছর আর পয়লা বৈশাখের আনন্দ উপভোগ করতে পারলেন না বাঙালিরা।

তাই এবার আর বাইরে নয় ঘরে বসে পয়লা বৈশাখ পালন করুন রোলিকের সাথে। এই সুস্বাদু আইসক্রিমটি পেয়ে যাবেন সুইগি এবং জোমাটোতে। তবে শুধুমাত্র পাওয়া যাবে সুইগি এবং জোমাটোর নির্বাচিত অঞ্চলগুলির মধ্যে। এছাড়াও তালিকাতে রয়েছে ডাব মালায় যা তৈরি হয়েছে তাজা ডাবের জল ও মালাইয়ের রসালো বীট দিয়ে, নোলেন গুড় এবং নোলেন গুড়ের সন্দেশ যা পুরো নোলেন গুড় দিয়ে তৈরি।

নোলেন গুড়ের দাম ২৯০ টাকা এবং ডাব মালাই ১ লিটার টবের দাম ২৭০ টাকা এর সাথে যুক্ত জিএসটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *