April 17, 2020

পথিকের বাঁশিতে রবিন্দ্র সংগীত। ভাইরাল ভিডিও

নিউজ ডেস্কঃ ট্যালেন্ট কোথায় আছে? এই প্রশ্নের খোঁজ প্রচুর মানুষ করে যাচ্ছে, এবং করে যাবেও। কিন্তু কখনও ভেবে দেখেছেন যে আমাদের আশেপাশেই রয়েছে এরকম প্রচুর মানুষ, যাদের রয়েছে একাধিক গুন। ঠিক সেরকমই একজন মানুষ আছে শহর কলকাতায় যাকে মাঝে মধ্যেই দমদম স্টেশান থেকে শুরু করে নন্দন চত্বরে বাঁশি বাজাতে দেখা যায়। তাঁর বাঁশির সূরে এবার শোনা গেল রবিন্দ্র সংগীত।

কুমীর এবং সিংহ র ভয়ংকর লড়াই। দেখুন রোমহর্ষক সেই ভিডিও

নিউজ ডেস্কঃ জলের রাজা কুমীর, আর বনের রাজা সিংহ। এই দুই প্রতিপক্ষ যদি মুখোমুখি হয়, তাহলে কি হতে পারে ভেবে দেখেছেন! কুমির মাঝে মধ্যে এমনি কাজ ও করে থাকে। জল থেকে উঠে এসে একাধিক বন্য প্রাণীর উপর হামলা করেছে। প্রচুর উদাহরন রয়েছে। কিন্তু সিংহ র মুখোমুখি হলে যা হতে পারে সেটা অনেকেরই চিন্তার বাইরে।