নিউজ ডেস্কঃ অ্যামেরিকার একাধিক যুদ্ধবিমানের ভয়ে ত্রস্ত বিশ্বের একাধিক দেশ। শুধু ত্রস্ত বললে হয়ত ভুল বলা হবে এই যুদ্ধবিমান গুলিকে ক্রয় করতে ঝাঁপিয়ে পরে তারা, এতোটাই শক্তিশালি যুদ্ধবিমান। তবে এমনও কিছু যুদ্ধবিমান রয়েছে যা শুধু আকাশ থেকে আকাশেই নয়, পাশাপাশি জলেও সমানভাবে আক্রমণ করতে পারে।
Previous Post: পথিকের বাঁশিতে রবিন্দ্র সংগীত। ভাইরাল ভিডিও