নিউজ ডেস্কঃ অ্যামেরিকা যে যেকোনো অস্ত্রে পৃথিবীর বাকি দেশগুলির থেকে বেশ এগিয়ে তা জানা সকলেরই। একমাত্র পরমাণু অস্ত্রে এগিয়ে রাশিয়া। তবে যুদ্ধবিমান থেকে শুরু করে যুদ্ধজাহাজ প্রচুর পরিমাণে রয়েছে অ্যামেরিকার হাতে। তাদের যুদ্ধজাহাজ গুলি যেকোনো দেশের থেকে অনেক বেশি অত্যাধুনিক।
Previous Post: নিরীহ কুকুরটিকে কিভাবে রাগাচ্ছে বানরটি দেখুন ভিডিও