April 17, 2020

ঘরে বসেই পান আইসক্রিমের তৃপ্তি

নিউজ ডেস্কঃ বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ। আর এই সব পার্বনের শুভারম্ভই হয় পয়লা বৈশাখ দিয়ে। পয়লা বৈশাখ হল বাংলার নববর্ষ।যার মধ্য দিয়ে শুরু হয় বছর। তাই এই দিনটি বাঙালিরা খুব ধুমধাম করে পালন করে। তবে এই বছর করোনার জন্য বন্ধ চারিদিক। মানুষ আজ ঘর বন্দী। তাই এই বছর আর পয়লা বৈশাখের আনন্দ উপভোগ করতে পারলেন না বাঙালিরা। তাই এবার আর বাইরে নয় ঘরে বসে পয়লা বৈশাখ পালন করুন রোলিকের

পিছিয়ে পরা মানুষের হাতে খাদ্যসামগ্রি তুলে দিল রোট্যার‍্যাক্ট ক্লাব অফ ক্যালকাটা

সুমিত, কলকাতাঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী। ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ। প্রচুর সমাজ সংগঠন পাশে দাঁড়িয়েছে সাধারণমানুষের। একাধিক সামাজিক কাজকর্মের পাশাপাশি একাধিক সামাজিক বিধিনিষেধ মেনে চলতে বলছেন তারা। শুধু তাই নয় কিভাবে সমাজের এই

পৃথিবীর প্রথম ১০ দামি যুদ্ধজাহাজ। কততম স্থানে ভারত!

নিউজ ডেস্কঃ পৃথিবীতে একাধিক দামি যুদ্ধজাহাজ রয়েছে। যা আক্রমণ শানানোর পাশাপাশি একাধিকভাবে পারদর্শী। যেকোনো সময় শত্রুপক্ষের চোখে ঘুম ওড়াতে পারে। তাদের পরক্রমনতাকে বেশ সমীহ করে বাকি দেশ গুলি। তবে সেই যুদ্ধজাহাজ কোনগুলি? তা কিন্তু অনেকেরই অজানা।

মাঝ সমুদ্রে অ্যামেরিকার যুদ্ধজাহাজ গুলি যেভাবে কাজ করে

নিউজ ডেস্কঃ অ্যামেরিকা যে যেকোনো অস্ত্রে পৃথিবীর বাকি দেশগুলির থেকে বেশ এগিয়ে তা জানা সকলেরই। একমাত্র পরমাণু অস্ত্রে এগিয়ে রাশিয়া। তবে যুদ্ধবিমান থেকে শুরু করে যুদ্ধজাহাজ প্রচুর পরিমাণে রয়েছে অ্যামেরিকার হাতে। তাদের যুদ্ধজাহাজ গুলি যেকোনো দেশের থেকে অনেক বেশি অত্যাধুনিক।

নিরীহ কুকুরটিকে কিভাবে রাগাচ্ছে বানরটি দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ বানর যে যেকোনো প্রাণীকে অতিস্ট করে তুলতে পার তা একাধিকবার প্রমান পাওয়া গেছে। তবে সর্বদা পশুপাখিদেরকে বেশি অতিস্ট করে থাকে। সিংহ বা বাঘের সাথেও একাধিকবার লড়তে বা অসুবিধা করতে দেখাগেছে। কিন্তু সময় প্রচুর প্রাণীকে বাচাতেও দেখাগেছে। তবে এবার কুকুরের সাথেও খুনসুটি করতে দেখাগেল।

শ্রদ্ধা কাপুরকে চ্যালেঞ্জ নুরার। কি হল তারপর? দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ শ্রদ্ধা কাপুর। বলিউডে একাধিক হিট ছবিতে দেখাগেছে তাঁকে। ছবিতে অভিনয়ের পাশাপাশি ড্যান্স করতেও বেশ স্বচ্ছল তিনি। তবে এবার তাঁকে দেখাগেল নুরা ফাতেহির সাথে। রীতিমতো কম্পিটিশান করে নাচতে দেখা গেল তাঁকে। কেউ জয়ী বা বিজয় নয়, নিছকই নিজেদের মজা করার জন্যই।

ভারতের যেই বিমান ভয়ে ল্যাজ গুটিয়ে পালিয়েছে পাকিস্তান। দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ শুখোই সু ৩০ এম কে আই। ভারতের অন্যতম সেরা ফাইটার জেটের মধ্যে একটি। এই ফাইটার জেটের ক্ষমতা এবং পরাক্রমশিলতার জন্য প্রচুর ফাইটার জেট ইতিমধ্যেই অর্ডার দিয়েছে ভারতীয় বায়ুসেনা। আর এই ফাইটার জেটের ভয়েই পাকিস্তানের একাধিক ফাইটার জেট ল্যাজ গুটিয়ে পালিয়েছে।

বলি ডিভা ইলিয়ানার ভিডিও শ্যুট। রইল ভিডিও

নিউজ ডেস্কঃ বলিউডে তার প্রথম কাজ কবির সিংহ খ্যাত শাহীদ কাপুরের সঙ্গে ‘ফাটা পোস্টার নিকলা হিরো’। রাজকুমার সান্তোষীর পরিচালনায় এই ছবিটি তৈরি হয়। পরের বছর অনীশ বাজমীর পরিচালনায় তাকে দুটি ছবিতে অভিনয় করতে দেখা যাবে এছাড়াও লাভ রঞ্জনের ছবিতে অজয় দেবগন ও রণবীর কাপুরের সাথে তাকে রুপোলি পর্দায় দেখা যাবে।

অ্যামেরিকার যেই যুদ্ধবিমান কোনও দেশের র‍্যাডার সিস্টেমে ধরা পরেনা সচরাচর। দেখুন রোমহর্ষক ভিডিও

নিউজ ডেস্কঃ অ্যামেরিকার একাধিক যুদ্ধবিমান যে কতোটা ভয়ানক, তা একাধিকবার টের পেয়েছে গোটা বিশ্ব। তবে শুধু অ্যামেরিকার বিমান গুলিকে ভয়ানক এবং আক্রমণাত্মক বললে কম বলা হবে। এমনও কিছু বিমান আছে যা বেশ কিছু দেশের রাডার সিস্টেমে ধরাই পরবেনা। অর্থাৎ হামলা চালিয়ে এসে ফিরে আসবে অথচ সেই দেশ বুঝতেও পারবেনা।

অ্যামেরিকার যেই যুদ্ধবিমানের ভয়ে আকাশ থেকে শুরু করে জল। ভয়ে কাঁপত গোটা বিশ্ব। ভিডিও

নিউজ ডেস্কঃ অ্যামেরিকার একাধিক যুদ্ধবিমানের ভয়ে ত্রস্ত বিশ্বের একাধিক দেশ। শুধু ত্রস্ত বললে হয়ত ভুল বলা হবে এই যুদ্ধবিমান গুলিকে ক্রয় করতে ঝাঁপিয়ে পরে তারা, এতোটাই শক্তিশালি যুদ্ধবিমান। তবে এমনও কিছু যুদ্ধবিমান রয়েছে যা শুধু আকাশ থেকে আকাশেই নয়, পাশাপাশি জলেও সমানভাবে আক্রমণ করতে পারে।