নিউজ ডেস্কঃ অনিন্দিতা সরকার। টলিউডের অন্যতম পরিচিত মুখ। সিরিয়াল ছাড়াও একাধিক ছবিতে দেখাগেছে অনিন্দিতাকে। ভুতুর মতো একটি জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করতে দেখাগেছিল অনিন্দিতাকে।
শুধু ভুতু নয়, পাশাপাশি আমার দুর্গা, সাত পাকে বাঁধা, অন্দরমহল, কিরণমালা, ভালোবাসা ডট কম, বয়েই গেলো মতো সিরিয়ালে দেখা গেছে তাকে। এই শহরে বলে একটি ছবিতে অভিনয় করেছে যেখানে সব্যসাচী চক্রবর্তীর মতো অভিনেতা রয়েছেন। পাশাপাশি তেঁতো মধু বলে একটি শর্ট ফিল্মে ঝারখান্ড ন্যাশানল ফিল্ম ফেস্টিভ্যাল বেস্ট এক্ট্রেস শর্ট ফিল্ম ক্যাটেগরিতে অ্যাওয়ার্ডেড হয় অনিন্দিতা।