April 15, 2020

ভারতীয় প্রযুক্তিতে তৈরি তেজাস বিমান কতোটা ভয়ংকর!

নিউজ ডেস্কঃ সম্পূর্ণ দেশীয় টেকনোলোজিকে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে ভারতীয় যুদ্ধবিমান। শুধুতাই নয় পাশাপাশি পৃথিবীর অন্যতম সেরা যুদ্ধবিমান বানানোর চেষ্টা চলছে তেজাসকে। ২০২৩ র মধ্যেই ভারতের বায়ুসেনার হাতে চলে আসবে এই তেজাস।

ভারতীয় বায়ুসেনার হাতে আসতে চলেছে যেসব ভয়ংকর অত্যাধুনিক প্রযুক্তি

নিউজ ডেস্কঃ ভারতের বায়ুসেনাকে পৃথিবীর অন্যতম সেরা বায়ুসেনা বানাতে একের পর এক প্রযুক্তি ক্রয় করা হচ্ছে। শুধুতাই নয় পাশাপাশি একাধিক প্রচেষ্টাকে কাজে লাগিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে একাধিক অস্ত্র এবং যুদ্ধবিমান।

নেট দুনিয়ায় ভাইরাল অভিনেত্রীর ভিডিও শ্যুট। রইল ভিডিও

নিউজ ডেস্কঃ আশ্মিতা মুখোপাধ্যায়। টলিউডের অন্যতম পরিচিত মুখ। সিরিয়াল ছাড়াও একাধিক ছবিতে দেখাগেছে আশ্মিতাকে। আশ্মিতা “বঁধু কোন আলো লাগলো চোখে”, “রাগে অনুরাগে”, “শুভ বিবাহ”, “আমি সেই মেয়ে” , “মঙ্গলচণ্ডী”,”মনসা”,”উমার সংসার” এর মতো একাধিক জনপ্রিয় সিরিয়ালে কাজ করেছেন, তবে শুধু ভারত নয় বাংলাদেশের সাথেও কাজ করছেন তিনি। পাশাপাশি “প্রলয়”, “অমানুষ ২”, ডামাডোল, “গুড নাইট সিটি”, “ক্ষত”, “বরবাদ” এর মতো একাধিক হিট ছবিতে কাজ করেছেন আশ্মিতা এছাড়াও একাধিক ওয়েব সিরিজে কাজ করেছেন