সুমিত, কলকাতাঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী।ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ।রয়েছে সিনে তারকারাও। তবে একাধিক সিনে তারকা দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে। একাধিক সামাজিক কাজকর্মের পাশাপাশি একাধিক সামাজিক বিধিনিষেধ মেনে চলতে বলছেন তারা। তারাও ঘরের মধ্যেই দিন কাটাচ্ছে বাকি মানুষদের মধ্যে। তবে এবার ক্যামেরা বা আলোর মাঝে নয়, পরিবারের মধ্যেই দিন কাটছে। ঘরের সকল কাজ করতে হচ্ছে তাদের।
অনুশ্রি মালহোত্রা। ফ্যাশান দুনিয়ার অন্যতম পরিচিত মুখ। সিরিয়াল, সিনেমা ছাড়াও একাধিক টলি তারকার ব্যাক্তিগত স্টাইল করেছেন অনুশ্রি। এই সময় কিভাবে দিন কাটছে অনুশ্রির? তিনি জানান বাড়িতেই দিন কাটছে তার। তবে ঘরের কি কাজ করতে হচ্ছে তাকে? “একদমই অন্যরকম কাটছে, রান্না করতে পারছি, রেগুলার রান্না করছি, সবচেয়ে মজার ব্যাপার হল অনেকদিন ধরে ইচ্ছা ছিল ভালো করে বাগানচর্চা চর্চা করার, সেটা করছি, পাশাপাশি গান শোনা, সিনেমা দেখা(রোম্যান্টিক এবং থ্রিলার), এছাড়াও রুপ চর্চা করছি ঘরোয়া পদ্ধতিতে”। আর শরীরচর্চা কথা জানতে চাইলে তিনি জানান যে “হাঁটাচলা, ফ্রি হ্যান্ড, সূর্যনমস্কার, মেডিটেশান যোগা করছি”।
ইশা সাহা, পাওলি দাম, সুদিপ্তা চক্রবর্তী, সায়ন্তনি গুহ ঠাকুরতা, রাহুল, ঋদ্ধি সেন র মতো একাধিক টলিউড তারকার পাশাপাশি প্রিয়াঙ্কশু চট্টোপাধ্যায়, হেমা মালিনির, ইশা দেওয়াল এর মতো বলিউড তারকাকে স্টাইল করেছেন তিনি। শুধুতাই নয় যোগাযোগ, কেক ওয়াক, কুহেলি, অনেকদিনের পরে র মতো ছবিতে ফ্যাশান ডিসাইনার হিসাবে কাজ করেছেন অনুশ্রি।