নিউজ ডেস্কঃ সারা দেশ জুড়ে লক ডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২১ দিন থাকবে এই লক ডাউন। নিজেদের কে নিজেদের বাড়িতে থাকার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয় একাধিক পদক্ষেপ গ্রহন করার কথাও বলেছেন। নিজেদেরকে প্রাধান্য দিয়ে এই আইন মেনে চলা উচিৎ।
আর এই ২১ দিন বেশ দুর্বিষহ হয়ে উঠেছে একাধিক গরীব মানুষের কাছে। বিশেষ করে যাদের অবস্থা দিন আনা দিন খাওয়া। একাধিক পরিবার বিধ্বস্ত। আর এই বিধ্বস্ত পরিবারের পাশে দাড়াতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে অনুরোধ করেছেন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তাদের পাশে দাঁড়াল এবার দিশা আই কেয়ার হসপিটাল। তারা পশ্চিমবঙ্গ রাজ্য আপৎকালীন ত্রাণ তহবিল (West Bengal State Emergency Relief Fund)-এ ১৫(পনেরো) লক্ষ টাকা দেওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষের সুফল কামনা করেছেন।
করোনাতে আতঙ্ক নয় বেশ কিছু নিয়ম মেনে চললেই এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব। মাথায় রাখতে হবে প্রথম চারটি উপসর্গ অল্প খুস্খুসে কাশি, গলা খুশখুশ, কাশি, জ্বর জ্বর ভাব, নাক দিয়ে জল পড়ার মতো একাধিক উপসর্গ দেখা যেতে পারে। এরকম ক্ষেত্রে সরসারি চিকিৎসকের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া উচিৎ।পাশাপাশি নিজের বাড়িতে বসেও বেশ কিছু নিয়ম মেনে চলা যেতে পারে।
বাড়ি পরিস্কারের জন্য বা ঘর মোছার জন্য ঝাঁটার পরিবর্তে ভ্যাকুম ক্লিনার ব্যবহার করুন।
বেডকভার গরম জলে ধোয়ার চেষ্টা করুন।
যারা ধূমপান করে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন।