সুমিত, কলকাতাঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী।ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ।রয়েছে সিনে তারকারাও। তবে একাধিক সিনে তারকা দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে। একাধিক সামাজিক কাজকর্মের পাশাপাশি একাধিক সামাজিক বিধিনিষেধ মেনে চলতে বলছেন তারা। তারাও ঘরের মধ্যেই দিন কাটাচ্ছে বাকি মানুষদের মধ্যে। তবে এবার ক্যামেরা বা আলোর মাঝে নয়, পরিবারের মধ্যেই দিন কাটছে। ঘরের সকল কাজ করতে হচ্ছে তাদের।
রাই দেবলীনা। টলিউডের অন্যতম পরিচিত মুখ। সিরিয়াল ছাড়াও একাধিক ছবিতে দেখাগেছে রাইকে। এই সময় কিভাবে দিন কাটছে রাই এর? রাই জানান বাড়িতেই দিন কাটছে তার। তবে ঘরের কি কাজ করতে হচ্ছে তাকে?”সকাল থেকে উঠে ব্রেক ফাস্ট রেডি করা খাওয়া, ল্যাপটপ খুলে নিউজ দেখা পাশাপাশি ফ্রি হ্যান্ড, যোগা করছি”। বাজার থেকে ফেরার সময় গেটে স্যানিটাইজার দিয়ে তারপর সোসাইটি ঢুকতে হচ্ছে”।
তবে এসবের পাশাপাশি “গান শোনা, কবিতা শোনা, শ্রুতি নাটক(বিশেষ করে সানডে সাসপেন্স) শুনছি”। সিনেমা দেখলেও এই ব্যাপারে একটু বাছাই করা সিনেমা দেখছেন তিনি সত্যজিৎ রায়,মৃণাল সেন, অ্যাওয়ার্ডেড ছবি মোট কথা যে ছবি দেখে বেশ কিছু শেখা যাবে। “বোর্ড লাগলে কমেডি ছবি, কার্টুন দেখছি”।
“করোনা কে হারিয়ে সবাই আবার নিজের ছন্দে ফিরবে, এবং পৃথিবী আবার আগে মতো হাসবে খেলবে” এমনটাও জানান রাই।