April 11, 2020

পশ্চিমবঙ্গ সরকারের পাশে দাঁড়াল দিশা আই কেয়ার হসপিটাল

নিউজ ডেস্কঃ সারা দেশ জুড়ে লক ডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২১ দিন থাকবে এই লক ডাউন। নিজেদের কে নিজেদের বাড়িতে থাকার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয় একাধিক পদক্ষেপ গ্রহন করার কথাও বলেছেন। নিজেদেরকে প্রাধান্য দিয়ে এই আইন মেনে চলা উচিৎ। আর এই ২১ দিন বেশ দুর্বিষহ হয়ে উঠেছে একাধিক গরীব মানুষের কাছে। বিশেষ করে যাদের অবস্থা দিন আনা দিন খাওয়া। একাধিক পরিবার বিধ্বস্ত। আর এই বিধ্বস্ত পরিবারের

পুরুলিয়ার প্রত‍্যন্ত গ্রাম তুলসীবাড়ি তে প্রচুর মানুষের পাশে দাঁড়ালেন টলি অভিনেত্রী সুচন্দ্রা ভানিয়া

নিউজ ডেস্কঃ সারা দেশ জুড়ে লক ডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২১ দিন থাকবে এই লক ডাউন। নিজেদের কে নিজেদের বাড়িতে থাকার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয় একাধিক পদক্ষেপ গ্রহন করার কথাও বলেছেন। নিজেদেরকে প্রাধান্য দিয়ে এই আইন মেনে চলা উচিৎ। আর এই ২১ দিন বেশ দুর্বিষহ হয়ে উঠেছে একাধিক গরীব মানুষের কাছে। বিশেষ করে যাদের অবস্থা দিন আনা দিন খাওয়া। একাধিক পরিবার বিধ্বস্ত। পুরুলিয়ার প্রত‍্যন্ত গ্রাম তুলসীবাড়ি।

কিভাবে ক্যুয়ারেন্টাইন কাটাচ্ছেন ফ্যাশান ডিসাইনার অনুশ্রি মালহোত্রা!

সুমিত, কলকাতাঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী।ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ।রয়েছে সিনে তারকারাও। তবে একাধিক সিনে তারকা দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে। একাধিক সামাজিক কাজকর্মের পাশাপাশি একাধিক সামাজিক বিধিনিষেধ মেনে চলতে বলছেন তারা। তারাও ঘরের মধ্যেই দিন

কিভাবে ক্যুয়ারেন্টাইন কাটাচ্ছেন টলি অভিনেত্রী রাই!

সুমিত, কলকাতাঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী।ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ।রয়েছে সিনে তারকারাও। তবে একাধিক সিনে তারকা দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে। একাধিক সামাজিক কাজকর্মের পাশাপাশি একাধিক সামাজিক বিধিনিষেধ মেনে চলতে বলছেন তারা। তারাও ঘরের মধ্যেই দিন

কিভাবে ক্যুয়ারেন্টাইন কাটছে টলি অভিনেত্রী রিতিশার!

সুমিত, কলকাতাঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী।ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ।রয়েছে সিনে তারকারাও। তবে একাধিক সিনে তারকা দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে। একাধিক সামাজিক কাজকর্মের পাশাপাশি একাধিক সামাজিক বিধিনিষেধ মেনে চলতে বলছেন তারা। তারাও ঘরের মধ্যেই দিন

বডি বিল্ডার হতে এদের ত্যাগ মনে রাখবে গোটা বিশ্ব

নিউজ ডেস্কঃ কিছু মানুষ যাদের কাছে শরীরটা মন্দির। আর সেই মন্দিরকে আরও ভালো করে তৈরি করার জন্য একাধিক ত্যাগ করতে হয়েছিল তাদের। ১)Kevin Levrone: বর্তমান দিনে কম ওজন ওয়ালা বডি বিল্ডার হলেন কেভিন লিভ্রন।এই বডি বিল্ডারটি ২৩ টি IFF জেতার পাশাপাশি IFBBO জিতেছেন।কেভিন অলিম্পিয়া প্রতিযোগিতায় ৪ বার দ্বিতীয় স্থান অর্জন করেছেন যা তার জন্য যথেষ্ট নয়। তবে তার শরীরে সবচেয়ে ভালো পেশি হল মাসেল ও কোমর। ২) Flex Wheeler: পৃথিবীর