সুমিত, কলকাতাঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী। ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ। রয়েছে সিনে তারকারাও। তবে একাধিক সিনে তারকা দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে। একাধিক সামাজিক কাজকর্মের পাশাপাশি একাধিক সামাজিক বিধিনিষেধ মেনে চলতে বলছেন তারা। তারাও ঘরের মধ্যেই দিন কাটাচ্ছে বাকি মানুষদের মধ্যে। তবে এবার ক্যামেরা বা আলোর মাঝে নয়, পরিবারের মধ্যেই দিন কাটছে। ঘরের সকল কাজ করতে হচ্ছে তাদের।
অদ্রিজা রায়। টলিউডের অন্যতম পরিচিত মুখ। একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালে দেখাগেছে অদ্রিজাকে। এই সময় কিভাবে দিন কাটছে অদ্রিজার? তিনি জানান বাড়িতেই দিন কাটছে তাঁর। তবে ঘরের কি কাজ করছে অদ্রিজাকে? তিনি জানান যে “সেভাবে কিছু করছি না তবে “সামনে বাজার থেকে কিছু জিনিস মাঝেমধ্যে কিনতে যাচ্ছি, ইউটিউব দেখে রান্না দেখানোর চেষ্টা করছি”। শরীরচর্চার ব্যাপারে তিনি জানান যে “সকাল বেলা ঘুম থেকে ঠিকঠাক ওঠা হচ্ছেনা, কখনও দুপুর ১২.৩০ তো কখনও ৩.৩০, আসলে শ্যুট থাকলে সকালে ওঠার ব্যাপার থাকত, এখন সেটা নেই বলে টাইম ঠিক থাকছেনা, তবে যখন উঠছি একটু এক্সারসাইজ করছি, ফ্রি হ্যান্ড করছি, পাশাপাশি আর্চ, যোগা, মেডিটেশানও করছি”। পাশাপাশি ওয়েব সিরিজ, সিনেমা, দেখছি, অনলাইন লুডো খেলছি বন্ধুদের সাথে, সন্ধ্যাবেলা গান শুনছি”।
“পটল কুমার গানওয়ালা”, “সন্ন্যাসী রাজা”, “মঙ্গলচণ্ডী” মতো একাধিক জনপ্রিয় সিরিয়ালে দেখাগেছে তাকে। শুধু তাই নয় পাশাপাশি পরিণীতার মতো বাংলা হিট ছবিতেও দেখাগেছে অদ্রিজাকে।