সুমিত, কলকাতাঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী।ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ।রয়েছে সিনে তারকারাও। তবে একাধিক সিনে তারকা দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে। একাধিক সামাজিক কাজকর্মের পাশাপাশি একাধিক সামাজিক বিধিনিষেধ মেনে চলতে বলছেন তারা। তারাও ঘরের মধ্যেই দিন কাটাচ্ছে বাকি মানুষদের মধ্যে। তবে এবার ক্যামেরা বা আলোর মাঝে নয়, পরিবারের মধ্যেই দিন কাটছে। ঘরের সকল কাজ করতে হচ্ছে তাদের।
মিমি দত্ত। টলিউডের অন্যতম পরিচিত মুখ। বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। এই সময় কিভাবে দিন কাটছে মিমির? মিমি জানান বাড়িতেই দিন কাটছে তাঁর। তবে ঘরের কি কাজ করতে হচ্ছে মিমিকে?
“রান্না করছি মানে প্রতিদিন রান্না করার চেষ্টা করছি(একটু হেঁসে)”। বেশ মুখরোচক রান্নাই করছে মিমি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, লাউয়ের ঘন্ট, দানা সয়াবিন, একাধিক চিকেনের প্রিপারেশান, প্যান কেক, চিলি অ্যান্ড গার্লিক ব্রেড। এক কথায় জিভে জল আনা সব আইটেম। তবে একটা কথা না বললেই নয় তাহল, তিনি জানান যে “খাওয়া সঞ্চয় করে খাওয়ার চেষ্টা করছি”। পাশাপাশি এও জানান তিনি যে “বাসন মাজা, ঘড় মোছা সাধারণ ভাবে এগুলি করে থাকি সুতরাং কোনও অসুবিধা হচ্ছে না”। “পড়ার চেষ্টা করছি, ঘড় টাকে নতুন রুপ দেওয়ার চেষ্টা করছি, গাছ পরিচর্চা, আকার চেষ্টা করছি”,ফেসবুকে বন্ধুদের সাথে গেম খেলছি”। শুধুতাই নয় জুম্বা, মেডিটেশান, মিউসিক থেরাপির একাধিক আএক্টিভিটি করছে বলে জানান।
“কখনও মেঘ কখনও বৃষ্টি”, “আলোর বাসা”, “ভুতু” ,”জয়ী” “গোয়েন্দা গিন্নি”, “গোপাল ভাঁড়” এর মতো একাধিক জনপ্রিয় সিরিয়ালে দেখাগেছে মিমিকে। পাশাপাশি কিছুদিনের মধ্যেই রিলিজ করবে মিমির নতুন ছবি পরিচালক অভিমুন্যু মুখোপাধ্যায়ের “হালুয়াম্যান”(ছবিতে হালুয়াম্যানের মায়ের চরিত্রে রয়েছেন মিমি) ।