সুমিত, কলকাতাঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী।ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ।রয়েছে সিনে তারকারাও। তবে একাধিক সিনে তারকা দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে। একাধিক সামাজিক কাজকর্মের পাশাপাশি একাধিক সামাজিক বিধিনিষেধ মেনে চলতে বলছেন তারা। তারাও ঘরের মধ্যেই দিন কাটাচ্ছে বাকি মানুষদের মধ্যে। তবে এবার ক্যামেরা বা আলোর মাঝে নয়, পরিবারের মধ্যেই দিন কাটছে। ঘরের সকল কাজ করতে হচ্ছে তাদের।
কন্যাকুমারী মুখোপাধ্যায়। টলিউডের অন্যতম পরিচিত মুখ। বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। এই সময় কিভাবে দিন কাটছে কন্যাকুমারীর? তিনি জানান বাড়িতেই দিন কাটছে তাঁর। তবে ঘরের কি কাজ করতে হচ্ছে তাকে?
“প্রচুর খাওয়া দাওয়া করছি, অনবরত বাড়িতে থাকার ফলে রান্না করছি, ভালোই রান্না করছি, এবং যে কথা না বললেই নয় তাহল, ইউটিউব দেখে রান্না শিখছি(একটু হেঁসে), ইউটিউব দেখে নতুন নতুন রেসিপি শিখছি”। এবং বাড়িতে দীর্ঘ সময় থাকার ফলে মেয়েকে সময় দিচ্ছেন। এসবের পাশাপাশি অনেক ছবি দেখছি। তবে ছবি দেখার ব্যাপারে একটু অন্যরকম পছন্দ কন্যাকুমারীর। তিনি জানান যে “ছবি দেখলে থ্রিলার ছবিই দেখি” এবং তারপর ড্রামা বা বিভিন্ন ওয়েব সিরিজ”। “বন্ধুদের সাথে ফোনে কথা বলছি”, যাদের সাথে দীর্ঘদিন কথা হয়না, বাড়িতে থাকার ফলে তাদের সাথে কথা হচ্ছে”। পাশাপাশি মন খারাপও হচ্ছে এমনটাও জানান।
বাড়িতে ওয়ার্ক আউট করার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান ” আমি প্রচণ্ড হাঁটতে পারি, তাই বাড়িতেই হাটছি। কিছু মাস আগেও প্রতিদিন ১ ঘণ্টা করে হাঁটতাম, সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে তাই বাড়ির ছাদে গিয়ে বেশ সময় কাটাচ্ছি”।
তবে সবচেয়ে বড় কথা এর মধ্যেই তিনি একাধিক সিরিয়ালের শ্যুট ও মিস করছেন। বিশেষ করে ঠিক এই সময় ২০১৬ সালে ভুতুর শ্যুট চলছিল। সেই প্রসঙ্গে তিনি জানান যে “আমি ভুতু করতে গিয়ে খুব আনন্দ করেছি, ভীষণ খুশী এখন দেখতে খুব ভালো লাগছে”। প্রসঙ্গত জিবাংলায় কিছু কালজয়ী’ সিরিয়াল আবার দেখানো শুরু করেছে, যেখানে “ভুতু” আবারও দেখানো হচ্ছে।
“বধুবরন”, “সিংহ লগ্না”,”কনকাঞ্জলি”, “রোজ গেরে গিন্নি”,”নিশির ডাক”,”ওম নমঃ শিবায়”,”ভুতু” র মতো একাধিক জনপ্রিয় সিরিয়ালে দেখাগেছে কন্যাকুমারীকে।