সুমিত, কলকাতাঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী।ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ।রয়েছে সিনে তারকারাও। তবে একাধিক সিনে তারকা দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে। একাধিক সামাজিক কাজকর্মের পাশাপাশি একাধিক সামাজিক বিধিনিষেধ মেনে চলতে বলছেন তারা। তারাও ঘরের মধ্যেই দিন কাটাচ্ছে বাকি মানুষদের মধ্যে। তবে এবার ক্যামেরা বা আলোর মাঝে নয়, পরিবারের মধ্যেই দিন কাটছে। ঘরের সকল কাজ করতে হচ্ছে তাদের।
আশ্মিতা মুখোপাধ্যায়। টলিউডের অন্যতম পরিচিত মুখ। সিরিয়াল ছাড়াও একাধিক ছবিতে দেখাগেছে আশ্মিতাকে। এই সময় কিভাবে দিন কাটছে আশ্মিতার? আশ্মিতা জানান বাড়িতেই দিন কাটছে আশ্মিতার। তবে ঘরের কি কাজ করতে হচ্ছে আশ্মিতাকে? “রান্না করা করছি,বাসন মাজছি(একটু হেঁসে), সেভাবে ওয়ার্ক কাউট করিনা, তবে যোগা এবং মেডিটেশান করছি”।
আশ্মিতা “বঁধু কোন আলো লাগলো চোখে”, “রাগে অনুরাগে”, “শুভ বিবাহ”, “আমি সেই মেয়ে” , “মঙ্গলচণ্ডী”,”মনসা”,”উমার সংসার” এর মতো একাধিক জনপ্রিয় সিরিয়ালে কাজ করেছেন, তবে শুধু ভারত নয় বাংলাদেশের সাথেও কাজ করছেন তিনি। পাশাপাশি “প্রলয়”, “অমানুষ ২”, ডামাডোল, “গুড নাইট সিটি”, “ক্ষত”, “বরবাদ” এর মতো একাধিক হিট ছবিতে কাজ করেছেন আশ্মিতা এছাড়াও একাধিক ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি।
একটা কথা না বললেই নয়, তাহল আশ্মিতার শিক্ষাগত যোগ্যতা। তিনি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে ড্রামাতে গ্র্যাজুয়েশান করার সময় এক্সিডেন্ট হয়(প্রলয় ছবি চলাকালীন) তাই পুরো করতে পারেনি। তবে থেমে থাকেনি। বর্তমানে ইতিহাসে এম এ করছেন নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে।