সুমিত, কলকাতাঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী। ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ। রয়েছে সিনে তারকারাও। তবে একাধিক সিনে তারকা দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে। একাধিক সামাজিক কাজকর্মের পাশাপাশি একাধিক সামাজিক বিধিনিষেধ মেনে চলতে বলছেন তারা। তারাও ঘরের মধ্যেই দিন কাটাচ্ছে বাকি মানুষদের মধ্যে। তবে এবার ক্যামেরা বা আলোর মাঝে নয়, পরিবারের মধ্যেই দিন কাটছে। ঘরের সকল কাজ করতে হচ্ছে তাদের।
অনিন্দিতা সরকার। টলিউডের অন্যতম পরিচিত মুখ। সিরিয়াল ছাড়াও একাধিক ছবিতে দেখাগেছে অনিন্দিতাকে। এই সময় কিভাবে দিন কাটছে অনিন্দিতার? অনিন্দিতা জানান বাড়িতেই দিন কাটছে অনিন্দিতার। তবে ঘরের কি কাজ করছে অনিন্দিতাকে? “রান্না করছি, বাসন মাজছি(একটু হেঁসে), যোগার উপর কোর্স করছি, যোগা সেখার অন্যতম একটি কারন হল এটি রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায়, তাই জিমের থেকে বেশি যোগা বা প্রানায়ামের করার চেষ্টা করছি”। পাশাপাশি অনলাইনে লুডো খেলছি বন্ধুদের সাথে, গাছ পরিচর্যা করছে অনিন্দিতা। জি বাংলাতে আবার নতুন করে বেশ কিছু পুরনো সিরিয়াল দেখানো হচ্ছে। যেখানে ভুতুর মতো একটি জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করতে দেখাগেছিল অনিন্দিতাকে।
শুধু ভুতু নয়, পাশাপাশি আমার দুর্গা, সাত পাকে বাঁধা, অন্দরমহল, কিরণমালা, ভালোবাসা ডট কম, বয়েই গেলো মতো সিরিয়ালে দেখা গেছে তাকে। এই শহরে বলে একটি ছবিতে অভিনয় করেছে যেখানে সব্যসাচী চক্রবর্তীর মতো অভিনেতা রয়েছেন। পাশাপাশি তেঁতো মধু বলে একটি শর্ট ফিল্মে ঝারখান্ড ন্যাশানল ফিল্ম ফেস্টিভ্যাল বেস্ট এক্ট্রেস শর্ট ফিল্ম ক্যাটেগরিতে অ্যাওয়ার্ডেড হয় অনিন্দিতা।