April 6, 2020

কিভাবে ক্যুয়ারেন্টাইন কাটাচ্ছে টলি তারকা অনিন্দিতা!

সুমিত, কলকাতাঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী। ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ। রয়েছে সিনে তারকারাও। তবে একাধিক সিনে তারকা দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে। একাধিক সামাজিক কাজকর্মের পাশাপাশি একাধিক সামাজিক বিধিনিষেধ মেনে চলতে বলছেন তারা। তারাও

ক্যুয়ারেন্টাইনে কিভাবে সময় কাটছে টলি তারকা সোহিনী গুহ রায়ের!

নিউজ ডেস্কঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী। ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ। রয়েছে সিনে তারকারাও। তবে একাধিক সিনে তারকা দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে। একাধিক সামাজিক কাজকর্মের পাশাপাশি একাধিক সামাজিক বিধিনিষেধ মেনে চলতে বলছেন তারা। তারাও

সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন থর অভিনেত্রী নাটালিয়া পোর্টম্যান 

নিউজ ডেস্কঃ থর। ছবিটির নাম শুনেই বুঝতে পারছেন যে সুপার ম্যান এর মতো একটি চরিত্র। আর এরকম ছবি দেখতে ভালোবাসে মানুষদের অন্যতম প্রিয় চরিত্র হল এই থর বা ক্রিশ হেমসওয়ার্থ। আর তাঁর সাথে যার কথা না বললেই নয় সে হলেন নাটালিয়া পোর্টম্যান। ইসরায়েলী-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী। সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে তাকে অন্যতম শ্রেষ্ঠ প্রতিভাবান বলে ধরে নেওয়া হয়। ১৯৯০-এর দশকেই মডেল হিসেবে মিডিয়ায় আসতে শুরু করেন। ১৯৯৪ সালে স্বাধীন চলচ্চিত্র লেওঁ-তে অভিনয়