April 2020

কিভাবে ক্যুয়ারেন্টাইন কাটছে গায়িকা সোহিনী সাহার!

সুমিত, কলকাতাঃ গোটা পৃথিবী কেমন যেন থমকে গেছে। হাতে গোনা কয়েকটি দেশ নয় জাতিপুঞ্জের সবকটি দেশ কমবেশি লক ডাউন ঘোষণা করেছে। ১৯৪ টা দেশ নয়, ২০০ টির উপর দেশ এখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।করোনা আতঙ্ক। করোনা ভাইরাসে জুবুথুবু গোটা পৃথিবী।ক্যুয়ারেন্টাইনে রয়েছে প্রচুর মানুষ।রয়েছে সিনে তারকারাও। তবে একাধিক সিনে তারকা দাঁড়িয়েছে সাধারণ মানুষের পাশে। একাধিক সামাজিক কাজকর্মের পাশাপাশি একাধিক সামাজিক বিধিনিষেধ মেনে চলতে বলছেন তারা। তারাও ঘরের মধ্যেই দিন

ভারতের যেই যুদ্ধবিমানের ভয়ে কাঁপে গোটা বিশ্ব। দেখুন তাঁর ভয়ংকর রুপ। ভিডিও

নিউজ ডেস্কঃ ভারতের হাতে রয়েছে একাধিক যুদ্ধবিমান। ভারতীয় বিমান বাহিনীতে পাল্লা দিয়ে বেড়েছে যুদ্ধবিমানের সংখ্যা। ভারতের হাতে রয়েছে একাধিক অত্যাধুনিক মানের যুদ্ধবিমান। শুখোই সু ৩০ র মতো যুদ্ধবিমানকে যে পৃথিবীর যেকোনো দেশ সমীহ করে চলে তা বলাই বাহুল্য।

মাঝ আকাশে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ। দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই অভিনন্দন বর্তমান এর সাহসিকতার পরিচয় পেয়েছে পৃথিবীর একাধিক দেশ। পাকিস্তান নিজেদের বিমান ভেঙ্গে পরার কথা স্বীকার না করলেও তার প্রমান পাওয়া গেছে। তবে মাঝ আকাশে পাকিস্তানের সাথে ভারতের ডগ ফাইট ঠিক কেমন ছিল? (বাস্তব ঘটনার সাথে না ও মিল থাকতে পারে, এটি পুরোটাই একটি আনিমেশান দ্বারা দেখানো একটি নাট্যরূপ)

ভারতীয় বায়ু সেনা যেভাবে পাকিস্তানকে আক্রমণ করেছিল। রইল ভিডিও

নিউজ ডেস্কঃ ভারত পাকিস্তান যুদ্ধের কথা জানেনা এমন মানুষ খুঁজে পাওয়া বেশ মুশকিল। দেশ স্বাধীনের ৭০ বছরের তিনের অধিক যুদ্ধ লড়েছে এই দুটি দেশ। তবে পাকিস্তানের থেকে যেকোনো দিক থেকে ভারত যে এগিয়ে তা একাধিকবার প্রমান পেয়েছে সারা বিশ্ব। তবে ভারতীয় বায়ু সেনা কিভাবে তাদের বম্বিং অপারেশান চালিয়েছিল! (বাস্তব ঘটনার সাথে না ও মিল থাকতে পারে, এটি পুরোটাই একটি আনিমেশান দ্বারা দেখানো একটি নাট্যরূপ)

পৃথিবীর একমাত্র পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের ধ্বংসাত্মক রুপ। দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ এফ ২২ র‍্যাপ্টর। বিশ্বের অত্যাধুনিক ফাইটার জেট। এই ফাইটার জেট অ্যামেরিকা কোনোদিন বিক্রয় করবেনা বলে জানিয়েছে। এই বিমানকেই এখনও পর্যন্ত পৃথিবীর পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক বিমান হিসাবে ধরা হয়।

ভারতের হাতে আসা এস ৪০০ কতোটা বিধ্বংসী! রইল ভিডিও

নিউজ ডেস্কঃ যেকোনো দেশের আকাশ ব্যবস্থাকে সুরক্ষা করতে বা প্রতিরক্ষা ব্যবস্থাকে সুরক্ষা করতে একাধিক পদক্ষেপ গ্রহন করে থাকে। সেকারনে বিরাট অর্থ খরচ করতে হয়। তবে রাশিয়ার মতো সুরক্ষা ব্যবস্থা অনেক দেশই গড়ে তুলতে পারেনি। এস ৪০০। কিছুদিন আগেই রাশিয়ার থেকে ক্রয় করেছে ভারত। এবং অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ক্রয় করার পর বেশ চাঙ্গা হয়েছে ভারতের আকাশ ব্যবস্থা।

ভারতীয় সাবমেরিনের ধ্বংসাত্মক রুপ। রইল ভিডিও

নিউজ ডেস্কঃ যেকোনো দেশের নৌসেনায় সাবমেরিনের উপস্থিতি বাধ্যতামূলক। বিশেষ করে ভারতের মতো দেশের কাছে। কারন ভারতের দুই দিকেই রয়েছে দুই শত্রুদেশ। তবে ভারতের হাতে সাবমেরিন আসাটা এতো সহজ ছিলনা।

ইউরোপের ভয়ংকর যুদ্ধবিমানের রুপ। রইল ভিডিও

নিউজ ডেস্কঃ ইউরো ফাইটার টাইফুন। ইউরোপের একাধিক দেশে ব্যবহার করে থাকে এই যুদ্ধবিমান। একসাথে বেশ কয়েকটি দেশের বায়ুসেনায় এর উপস্থিতি। বিশ্বের যেকোনো ভয়ঙ্কর বিমানের সাথে টক্কর দিতে প্রস্তুত এই যুদ্ধবিমান।

রাফালেতে কি এমন আছে? দেখুন ভারতের এই বিমানের ভয়ংকর রুপ। রইল ভিডিও

নিউজ ডেস্কঃ রাফালে। কিছুদিন আগেই কিছু রাফালে এসেছে ভারতের হাতে, আর কিছুদিনের মধ্যে আরও বিমান চলে আসবে ভারতের নৌবাহিনীর হাতে। ভারতের হাতে এই অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান আসলে যে ক্ষমতা বাড়বে ভারতের তা বলাই বাহুল্য।

পৃথিবীর ভয়ংকর যুদ্ধবিমানের(বোম্বার) ভয়ংকর রুপ। রইল ভিডিও

নিউজ ডেস্কঃ যেকোনো দেশের নৌসেনা চালাতে এক বিরাট ভুমিকা পালন করে যুদ্ধবিমান। তবে একাধিক দেশের নৌসেনায় রয়েছে বোম্বার। আর এই বোম্বার এক বিরাট ভুমিকা পালন করে। অ্যামেরিকার হাতে রয়েছে এরকমই কিছু ভয়ংকর যুদ্ধবিমান।