March 30, 2020

সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন গেম অফ থ্রন্স অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক

নিউজ ডেস্কঃ গেম অফ থ্রন্স সিরিজটির একটি পার্ট দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ মুশকিল। আর সেই সিরিজের নাম মাথায় আসলে সবার আগে যে নামটি মাথায় আসে তাদের মধ্যে অন্যতম হল এমিলিয়া ইসাবেলা ইউফেমিয়া রোজ ক্লার্ক। শর্টে এমিলিয়া ক্লার্ক। এমিলিয়া লন্ডনে জন্ম গ্রহন করলেও বারক শায়ারে বেড়ে ওঠে। তিনি ২০০৯ সালে ড্রামা সেন্টার লন্ডন থেকে স্নাতক হন। পাশাপাশি পড়ার সময় তিনি ১০টি ভিন্ন মঞ্চনাটকে অভিনয় করেন। তার টেলিভিশনে অভিষেক হয়

হলি অভিনেত্রী মিলা কুনিসের ফটোগ্যালারি

নিউজ ডেস্কঃ ধর্ম নিয়ে কথা বলে বেশ কিছু অভিনেত্রী ফ্রন্ট লাইনে এসেছিলেন। আবার কিছু অভিনেত্রী রাজনীতি করার জন্য বেশ সুপরিচিত। মিলেনা মারকোভনা “মিলা” কুনিস। যুক্তরাষ্ট্রের একজন হলিউড অভিনেত্রী। ১৯৯১ সালে সাত বছর বয়সে তিনি তৎকালীন সোভিয়েত শাসিত ইউক্রেন থেকে তার পরিবার সমেত দেশান্তরিত হয়ে লস আঞ্জেলেস চলে আসেন। শৈশবে পড়াশোনার পাশাপাশি অভিনয় শিক্ষার ক্লাসে অধ্যয়নের সময় চলচিত্র জগতের একজন প্রতিনিধি তার অভিনয় প্রতিভা আবিষ্কার করেন। তার বয়স ১৫ হওয়ার পূর্বেই

অভিনব ফটোশ্যুটে হলি অভিনেত্রী জুলিয়া রবার্টস

নিউজ ডেস্কঃ হলিউডে বেশ কিছু অভিনেতা, অভিনেত্রী আছেন যারা ভারতবর্ষের উপর প্রেম এবং শ্রদ্ধা দুই বিরাট। শুধুতাই নয় ভারতবর্ষের পাশাপাশি হিন্দু ধর্মের প্রতি তাদের ভক্তি প্রচুর। হিন্দু ধর্ম তিনি যে মেনে চলেন তা এক সাক্ষাৎকারে জানান। জুলিয়া রবার্টস। হলিউড অভিনেত্রী। শুধু অভিনেত্রী নয়, কিছু কিছু ছবিতে প্রযোজনার কাজও করেছেন। ১৯৯০ সালে রোমানটিক কমেডি চলচ্চিত্র প্রেটি ওমেন ছবিতে অভিনয়ের মাধমের জনপ্রিয়তা লাভ করেন। ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৪৬৪ মিলিয়ন ডলার ব্যবসা করেছিল।