সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন গেম অফ থ্রন্স অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক
নিউজ ডেস্কঃ গেম অফ থ্রন্স সিরিজটির একটি পার্ট দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ মুশকিল। আর সেই সিরিজের নাম মাথায় আসলে সবার আগে যে নামটি মাথায় আসে তাদের মধ্যে অন্যতম হল এমিলিয়া ইসাবেলা ইউফেমিয়া রোজ ক্লার্ক। শর্টে এমিলিয়া ক্লার্ক। এমিলিয়া লন্ডনে জন্ম গ্রহন করলেও বারক শায়ারে বেড়ে ওঠে। তিনি ২০০৯ সালে ড্রামা সেন্টার লন্ডন থেকে স্নাতক হন। পাশাপাশি পড়ার সময় তিনি ১০টি ভিন্ন মঞ্চনাটকে অভিনয় করেন। তার টেলিভিশনে অভিষেক হয়