নিউজ ডেস্কঃ টাইটানিক। ছবিটি দেখেনি এমন মানুষ বা ছবি প্রেমী মানুষ খুঁজে পাওয়া বেশ মুশকিল। কারন এই ছবি আট থেকে শুরু করে আশি সকলেরই প্রিয়। আর ছবি দুই চরিত্র। রোস এবং জ্যাকের অভিনয় মন কেরেছিল একাধিক মানুষের। তবে এই রোসের চরিত্রে অভিনয় করা কেট ইন্সলেটের জীবন আর বাকি পাঁচটা মানুষের মতো ছিলনা।
কেট এলিজাবেথ উইন্সলেট অভিনয়ের পাশাপাশি বেশ ভালো গায়িকাও বটে। শুধু টাইটানিক ছবিতে অভিনয়ের জন্য নয় সেন্স অ্যান্ড সেন্সিটিবিলিটি, লিটল চিলড্রেন, দ্য রিডারের মতো ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছে আন্তর্জাতিক মহলে।
উইন্সলেট ছয়বার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড এর জন্য মনোনয়নের পাশাপাশি বেস্ট এক্ট্রেস হিসাবে একাডেমী অ্যাওয়ার্ড পান। পাশাপাশি ব্রিটিশ একাডেমী অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশান আর্টস(বাফটা) অ্যাওয়ার্ড ও জেতেন।
এছাড়াও মাত্র ২২ বছর বয়সে দুটি ছবির জন্য অস্কারে মনোনয়ন পেয়েছিলেন, পাশাপাশি মাত্র ৩৩ বছর বয়সের মধ্যে তিনি ৬ বার নমিনেশান পান।
তিনি মোট তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁর কোনও সম্পর্কই ১০ বছর কাটাতে পারেননি।