নিউজ ডেস্কঃ টোয়ালাইট ছবির একাধিক সিরিজ বেশ জনপ্রিয়তা লাভ করেছিল একটা সময়। আর বিশেষ করে উল্ফ বা নেকড়ে প্রেমী মানুষের কাছে এক বিরাট পাওনা এই ছবি। বিশেষকরে এই ছবির প্রতিটি চরিত্র সিনে প্রেমী মানুষের কাছে বিরাটভাবে গ্রহনযোগ্যতা বাড়িয়েছিল।
এই টোয়ালাইট সিরিজের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অ্যানা কেন্ড্রিক। অভিনয়ের পাশাপাশি বেশ পরিচিত গায়িকা হিসাবেও।
২০০৯ সালে অ্যানা কেন্ড্রিক “আপ ইন দি ইয়ার” ছবিতে অভিনয়ের পর বেশ আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। এবং এই ছবিতে পার্শ্ব অভিনেত্রী হিসাবে অভিনয়ের জন্য কেন্ড্রিক একাডেমী অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, বাফটা অ্যাওয়ার্ড, বাফটা অ্যাওয়ার্ড, স্ক্রিন এক্ট্রেস গিল্ড অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন।