টলি অভিনেত্রী সন্দীপ্তা সেন কি করছেন! দেখুন ফটোগ্যালারি

টলি অভিনেত্রী সন্দীপ্তা সেন কি করছেন! দেখুন ফটোগ্যালারি

দুর্গা’ চরিত্রে অভিনয় দিয়ে শুরু করেন সন্দীপ্তা সেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি। ইন্সটাগ্রামে বেশ অ্যাক্টিভ সন্দীপ্তা। বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েও ছবি বা ভিডিও পোস্ট করেন।  ৪০ লক্ষের ওপর ‘ফলোয়ার’ তাঁর ।

সন্দীপ্তা অভিনয়ের পাশাপাশি খুব ভাল ছাত্রী, সেটা অনেকেই জানেন না। কলকাতার আশুতোষ কলেজ থেকে  সাইকোলজি অনার্স নিয়ে পড়াশোনা করেন তিনি। এর পরে অ্যাপ্লায়েড ক্লিনিকাল সাইকোলজি নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি রাজাবাজার সায়েন্স কলেজ থেকে।

অভিনেতা রাহুলের সঙ্গে নাম জড়িয়েছিল সন্দীপ্তার। যদিও সেকথা কোনোদিনই স্বীকার করেননি তিনি। বারবার বলেছেন, ‘আমি রাহুল-প্রিয়াঙ্কার মধ্যে ছিলাম না। কোনও ভাবেই নয়। রাহুল আমার খুবই ভাল বন্ধু।’

‘প্রতিদান’ ধারাবাহিকেও দেখা গিয়েছে সন্দীপ্তাকে। এছাড়াও ‘আস্তে লেডিজ়’ ওয়েব সিরিজ়ে অন্যতম মুখ্য চরিত্রে কাজ করেছেন তিনি। বর্তমানে হইচই-এ ‘আয় খুকু আয়’ ধারাবাহিকে কাজ করেছেন তিনি।

View this post on Instagram

#tiktok #durdurse

A post shared by Sandipta Sen (@sandiptasen) on

View this post on Instagram

with Menoka😆😆😆😆 #throwback

A post shared by Sandipta Sen (@sandiptasen) on

View this post on Instagram

শুভ সরস্বতী পূজো 🙏

A post shared by Sandipta Sen (@sandiptasen) on

View this post on Instagram

❤️❤️❤️❤️

A post shared by Sandipta Sen (@sandiptasen) on

View this post on Instagram

।। খুশিতে ।।

A post shared by Sandipta Sen (@sandiptasen) on

View this post on Instagram

JUST A SMILE😊

A post shared by Sandipta Sen (@sandiptasen) on

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *