নিউজ ডেস্কঃ টেলি ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় মুখ অভিনেত্রী মনামী ঘোষ। এই মুহূর্তে টেলি-প্রেমী বাঙালির ড্রয়িং রুমে তিনি ইরাবতী নামেই পরিচিত।
তাঁর অভিনীত জনপ্রিয় ছায়াছবিগুলির মধ্যে ষড়রিপু, কালোচিতা, বনভূমি, বক্স নং ১৩১৩, বেলাশেষে অন্যতম৷ এছাড়া তার অভিনীত টেলিভিশন ধারাবাহিকগুলির মধ্যে শ্যাওলা, সাতকাহন, এক আকাশের নীচে, কস্তুরী, ইরাবতীর চুপকথা বেশ জনপ্রিয়।
তবে তিনি সুযোগ পেলেই বেড়াতে চলে যান। তাঁর ইনস্টাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায়, সময় পেলেই পিঠে ব্যাকপ্যাক চাপিয়ে বেড়াতে চলে যান তিনি। কিছুদিন আগেই ছুটি পেয়ে ভিয়েতনামে বেড়াতে গিয়েছিলেন।