ফিল্ম ডেস্কঃ করোনা আতঙ্কে সারা দেশ জুড়ে লক ডাউন। বিশেষ করে মুম্বাইয়ের অবস্থা বেশ খারাপ। সেই সময় ঘরে বসেই দিন কাটাচ্ছে একাধিক বলি তারকারা। তবে কিছু মানুষ ঘুমিয়ে কাটালেও কিছু তারকারা যোগা বা প্রাণায়াম করেই বেশি সময় কাটাচ্ছেন। তাদের মধ্যে অন্যতম হলেন মালাইকা।
যদিও বর্তমানে বলিউডের হট টপিক হল অর্জুন-মালাইকা। আর তাদের নিয়েই গুঞ্জন গোটা বলিউডের। কান পাতলে শোনা যাচ্ছে তারা নাকি বিয়ে করতে চলেছেন। দিন ক্ষণ না জানা গেলেও তারা কিন্তু বেশ মজায় আছেন।
তবে শুধু মালদ্বীপ নয়, প্রাইভেট পার্টি, ল্যাকমি ফ্যশান উইকেও তাদের একসাথে দেখা গিয়েছিল। তাদের সম্পর্ক নিয়ে এখনও সেভাবে তারা মুখ খোলেননি। তবে মালাইকার কাছে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান যে “অর্জুন তাঁর ভালো বন্ধু কিন্তু লোকে এর অন্য মানে করছে”। ২০১৭ সালে স্বামি আরবাজ খানের সাথে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। অর্জুনের সাথে সম্পর্কের ফলেই তাদের এই বিবাহ বিচ্ছেদ হয় বলে মত বলিউডের একাংশের।