কিরকম মাস্ক ব্যবহার করছেন হলি তারকা আঞ্জেলিনা!

কিরকম মাস্ক ব্যবহার করছেন হলি তারকা আঞ্জেলিনা!

নিউজ ডেস্কঃ  অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি‌ বিশ্বের অন্যতম ব্যক্তিত্ব।

১৯৮২ সালে লুকিন’ টু গেট আউট চলচ্চিত্রে বাবা জন ভইট সাথে একটি শিশু চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে জোলির আবির্ভাব হয়। তবে পেশাদার চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে তার অভিষেক ঘটে সাইবর্গ ২ এ অভিনয়ের মাধ্যমে। তার অভিনীত প্রথম বড় মাপের ছবি হ্যাকারস (১৯৯৫)।

ব্যক্তিগত জীবনে জোলি তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, যদিও তা উইকিপিডিয়া অনুযায়ী। অনেকের মতে তিনি তিনবারের বেশি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তৃতীয়বার ব্রাড পিটের সাথে। পরবর্তীতে সকলের সাথেই তার বিবাহবিচ্ছেদ ঘটে।জোলি-পিট যুগলের দাম্পত্য সম্পর্ক বিশ্বের গণমাধ্যমগুলোতে বারংবার আলোচিত হয়েছে।

তিনি তিনবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, দুইবার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড এবং একবার একাডেমী পুরস্কার লাভ করেছেন। চলচ্চিত্র জগতের বাইরে ২০০১ সালে তিনি জাতিসংঘের শরনার্থী সংস্থার শুভেচ্ছাদূত মনোনীত হয়েছেন। একাধিকবার তিনি ‘বিশ্বের সেরা সুন্দরী’ নির্বাচিত হয়েছেন।

View this post on Instagram

😍

A post shared by Angelina Jolie (@angelinajolie_offiicial) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *