March 23, 2020

ফের ভাইরাল হ্যারি পটার খ্যাত এম্মা ওয়াটসনের ফটোশ্যুট

নিউজ ডেস্কঃ হ্যারি পটার। ছোটদের অন্যতম সেরা চরিত্রদের মধ্যে একজন, অর্থাৎ ড্যানিয়েল র‍্যাডক্লিফ। আর তার সাথেই যার নাম যায় হারমাইনি অর্থাৎ এম্মা ওয়াটসন। একজন বিখ্যাত ব্রিটিশ অভিনেত্রী ও মডেল, যিনি এমা ওয়াটসন নামেই বেশি পরিচিত। বিশ্বব্যাপী পরিচিত লাভ করেন হ্যারি পটার চলচ্চিত্রের হারমায়োনি গ্রেঞ্জারের চরিত্রে অভিনয় করে। ওয়াটসন মাত্র নয় বছর বয়সে এই চরিত্রে প্রথম অভিনয় করেন। এর আগে তিনি বিদ্যালয়ের মঞ্চ নাটকে অভিনয় করেছিলেন। ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত ওয়াটসন

সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন হলি ক্যুইন মারগোট এলিস রবি 

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়া থেকে এসে হলিউডে নাম করেছেন এমন মানুষের সংখ্যা প্রচুর। মারগোট এলিস রবি একজন অস্ট্রেলিয়ান অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা। তিনি দুটি একাডেমী পুরষ্কার এবং পাঁচটি বাফটা পুরষ্কারের জন্য মনোনয়ন পান।  2017 সালে, টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে একটি হিসাবে নাম দেয়। এবং 2019 সালে, তিনি বিশ্বের সর্বাধিক বেতনের অভিনেত্রীদের মধ্যে স্থান পেয়েছিলেন। রবি সোমারসেট কলেজে নাটক নিয়ে পড়াশোনা করতেন, এবং সাবান অপেরা নেবারসে কাজ

অভিনব ফটোশ্যুট হলি অভিনেত্রী অ্যান হ্যাথওয়ের

নিউজ ডেস্কঃ অ্যান জ্যাকুলিন হ্যাথওয়ে। নামটি শোনার পরই সবার আগে মাথায়া আসে একাধিক হলিউড হিট ছবির নাম। “দ্য উইচেস”, “ডার্ক ওয়াটার্স” এর মতো একাধিক হিট ছবির নাম। একজন আমেরিকান অভিনেত্রী এবং গায়ক। হ্যাথওয়ে তার মায়ের কাছ থেকে অভিনয় সেখার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন। হাই স্কুলের একজন অভিনেতা হিসেবে তিনি “পেপার মিল প্লেহাউস রইজিং স্টার অ্যাওয়ার্ডের” জন্য মনোনীত হন। তিনি পেশাদারী ভাবে পর্দায় অভিনয় যাত্রা শুরু করেন স্বল্পকালীন ফক্স টেলিভিশন সিরিজ “গেট