ফের ভাইরাল হ্যারি পটার খ্যাত এম্মা ওয়াটসনের ফটোশ্যুট
নিউজ ডেস্কঃ হ্যারি পটার। ছোটদের অন্যতম সেরা চরিত্রদের মধ্যে একজন, অর্থাৎ ড্যানিয়েল র্যাডক্লিফ। আর তার সাথেই যার নাম যায় হারমাইনি অর্থাৎ এম্মা ওয়াটসন। একজন বিখ্যাত ব্রিটিশ অভিনেত্রী ও মডেল, যিনি এমা ওয়াটসন নামেই বেশি পরিচিত। বিশ্বব্যাপী পরিচিত লাভ করেন হ্যারি পটার চলচ্চিত্রের হারমায়োনি গ্রেঞ্জারের চরিত্রে অভিনয় করে। ওয়াটসন মাত্র নয় বছর বয়সে এই চরিত্রে প্রথম অভিনয় করেন। এর আগে তিনি বিদ্যালয়ের মঞ্চ নাটকে অভিনয় করেছিলেন। ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত ওয়াটসন