অভিনব ফটোশ্যুট অ্যাভেঞ্জারস খ্যাত স্কার্লেট জোহ্যানসনের

অভিনব ফটোশ্যুট অ্যাভেঞ্জারস খ্যাত স্কার্লেট জোহ্যানসনের

নিউজ ডেস্কঃ অ্যাভেঞ্জারস ছবিটির কথা মাথায় আসলে একাধিক চরিত্রের কথা মাথায় আসে। বিশেষ করে একাধিক সুপার হিরোর কথা। তবে সেখানে একটি নারী চরিত্রের কথা বলুন তো? একজনের নাম ই সবার আগে মাথায় আসবে। নাতাশা। অর্থাৎ স্কারলেট জোহ্যানসন।

পুরো নাম স্কার্লেট ইনগ্রিড জোহ্যানসন। একজন মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও গায়িকা। তিনি ২০১৪ থেকে ২০১৬ সালে বিশ্বের সর্বোচ্চ হাই পেড অভিনেত্রী দের মধ্যে একজন। ফোর্বস সাময়িকীর সেরা ১০০ বিনোদনদাতার তালিকায় কয়েকবার অন্তর্ভুক্ত হন এবং তার নামে হলিউড ওয়াক অব ফেমে একটি তারকা রয়েছে। নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে জন্ম ও বেড়ে ওঠা জোহ্যানসনের।

শৈশব থেকে অভিনেত্রী হওয়ার আকাঙ্ক্ষা লালন করেন এবং অফ-ব্রডওয়ের একটি মঞ্চনাটকে শিশু অভিনেত্রী হিসেবে অভিনয় করেন। তার চলচ্চিত্র অভিষেক হয় ফ্যান্টাসিধর্মী হাস্যরসাত্মক নর্থ চলচ্চিত্র দিয়ে। ১৯৯৬ সালে তিনি ম্যানি অ্যান্ড লো  চলচ্চিত্রে অভিনয়ের জন্য একটি ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট পুরস্কারের মনোনয়ন লাভ করেন। জোহ্যানসন দ্য হর্স হুইস্পারার  চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে প্রসিদ্ধি লাভ করেন এবং তার প্রথম সফল চলচ্চিত্র ভূমিকা ছিল ঘোস্ট ওয়ার্ল্ড চলচ্চিত্রের রেবেকা চরিত্র।

তিনি অ্যানিহোয়ার আই লে মাই হেড  ও ব্রেক আপ শীর্ষক দুটি গানের অ্যালবাম প্রকাশ করেন। দুটি অ্যালবামই বিলবোর্ড ২০০ তালিকায় অন্তর্ভুক্ত হয়। তিনি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এ নাতাশা রোমানফ / ব্ল্যাক উইডো চরিত্রের অভিনয় করছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *