March 22, 2020

সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী মুমতাজ সরকার

নিউজ ডেস্কঃ টলিউড থেকে শুরু করে বলিউড। বিশেষ করে বাংলা চলচ্চিত্র জগতের দিকে যদি ফিরে তাকানো যায় , তাহলে দেখা যাবে যে খুব কম সংখ্যক অভিনেতা বা অভিনেত্রী বর্তমানে বলি ইন্ডাস্ট্রিতে নাম কামিয়েছেন। বিখ্যাত যাদুকর পি.সি. সরকার জুনিয়রের সর্বকনিষ্ঠ কন্যা মুমতাজ সরকার। বাংলা ইন্ডাস্ট্রির বেশ পরিচিত মুখ। বাংলাদেশ থেকে পপ শিল্পী মেহরীনের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ০৩৩ যেটি পরিচালনা করেন

বাঙালি অভিনেত্রী পূজা বোসের ফটোগ্যালারি

নিউজ ডেস্কঃ বলিউডে সেরকমভাবে তাকে দেখা যায়নি। তবে একাধিক ছোট ছোট সিরিয়ালে বেশ পরিচিত মুখ। পূজা বোস নামে তাঁকে মানুষে চিনলেও আসল নাম পুজা বন্দ্যোপাধ্যায়। কাহানি হামারা মহাভারত কি ধারাবাহিকে রাধার চরিত্রে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন। এরপর তিনি  তুঝ সে প্রেত লাগায় সজ্‌নায় কুনাল ভার্মার সাথে বৃন্দা চরিত্রে অভিনয় করেন। তিনি বেশকিছু বাংলা, তেলেগু ও হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। বাংলা চলচ্চিত্রে তার আবির্ভাব ঘটে হিরণ চ্যাটার্জির বিপরীতে তার অভিনীত মাচো

অভিনব ফটোশ্যুট অ্যাভেঞ্জারস খ্যাত স্কার্লেট জোহ্যানসনের

নিউজ ডেস্কঃ অ্যাভেঞ্জারস ছবিটির কথা মাথায় আসলে একাধিক চরিত্রের কথা মাথায় আসে। বিশেষ করে একাধিক সুপার হিরোর কথা। তবে সেখানে একটি নারী চরিত্রের কথা বলুন তো? একজনের নাম ই সবার আগে মাথায় আসবে। নাতাশা। অর্থাৎ স্কারলেট জোহ্যানসন। পুরো নাম স্কার্লেট ইনগ্রিড জোহ্যানসন। একজন মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও গায়িকা। তিনি ২০১৪ থেকে ২০১৬ সালে বিশ্বের সর্বোচ্চ হাই পেড অভিনেত্রী দের মধ্যে একজন। ফোর্বস সাময়িকীর সেরা ১০০ বিনোদনদাতার তালিকায় কয়েকবার অন্তর্ভুক্ত হন